বারুইপুর পূর্বে ৩৮ জন ভুয়ো ভোটারের হদিস নেই, এলাকায় তোলপাড়

বারুইপুর পূর্বে ৩৮ জন ভুয়ো ভোটারের হদিস নেই, এলাকায় তোলপাড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিন 24 পরগণা – রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় ৩৮ জন ভুয়ো ভোটারের হদিস না মেলার ঘটনা সামনে এসেছে। বিজেপি ও তৃণমূল, দুই পক্ষের নেতৃত্বই ওই নামগুলো ভুয়ো বলে স্বীকার করেছেন।

গত মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলনে এই ৩৮ জন ভুয়ো ভোটারের নাম প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বারুইপুর পূর্ব এবং ময়নায় পরিকল্পিতভাবে ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।

টিভি লাইন বাংলা বুধবার সরেজমিনে ধোসা-চন্দনেশ্বর ও চালতা বেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে অনুসন্ধান চালায়। তালিকায় থাকা নামগুলির কোনো অস্তিত্বই মেলেনি। স্থানীয় যুব তৃণমূল সভাপতি সুব্রত মণ্ডল জানান, “শুভেন্দু অধিকারীর তালিকার কোনো ভোটারকে আমরা চিনতে পারিনি। প্রশাসনকে আগেই জানানো হয়েছে যাতে কোনো ভুয়ো ভোটার তালিকাভুক্ত না হয় এবং বৈধ ভোটারের নাম বাদ না পড়ে।”

স্থানীয় গ্রামবাসীরাও তালিকার কোনো ব্যক্তিকে চিনতে পারেননি। দীপঙ্কর কয়াল নামে এক গ্রামবাসী বলেন, “এদের কেউ চেনে না, আর এদের নামে কেউ থাকে না।”

অন্যদিকে, বারুইপুর পূর্ব মণ্ডল বিজেপির সভাপতি সন্দীপ নাইয়া অভিযোগ করেছেন, পরিকল্পনা করে বিভিন্ন বুথে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। তিনি বলেন, “সিনহা-অধিকারী এই টাইটেলের কেউ থাকে না। সব ভুয়ো নাম।”

এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top