তৃণমূলের গোঁজ প্রার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন ফিরহাদ? জানুন

তৃণমূলের গোঁজ প্রার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন ফিরহাদ? জানুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বার্তা

তৃণমূলের গোঁজ প্রার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন ফিরহাদ? জানুন। দলে থেকে যারা পুরো নির্বাচনের টিকিট পান নি, তাদের কেউ যদি গোজ প্রার্থী হয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে পাঁচ দিনের মধ্যে লিফলেট বিলি করে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিন। নইলে সেই সব দলীয় নেতা-নেত্রীদের বহিষ্কার করবে দল। পুর নির্বাচনের প্রাক্কালে মালদায় এসে এরকমভাবে সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মালদার তৃণমূল দলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম।

 

বুধবার সকালে পুরাতন মালদা ব্লকের নারায়নপুর এলাকার একটি বেসরকারি তিন তাঁরা হোটেলে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভা তৃণমূল দলের মোট ৪৯ জন প্রার্থীকে নিয়ে একটি বৈঠক করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ দলের জেলা নেতৃত্ব।

 

দলীয় প্রার্থীদের সঙ্গে পরিচিতির পাশাপাশি তাদের ওয়ার্ডের খুঁটিনাটি সমস্যার কথা খোঁজখবর নেন মন্ত্রী । এরপর তিনি সাংবাদিকদের সামনে সাফ জানিয়ে দেন, “আমি নয় আমরা ভেবেই তৃণমূল দল করতে হবে”।  তৃণমূলে থেকে প্রার্থী হতে পারেন নি এমন কেউ যদি গোঁজ প্রার্থী দিয়ে থাকেন বা নির্দল হিসাবে কোন ওয়ার্ডে দাঁড়িয়ে থাকেন, অবিলম্বে সেটা প্রত্যাহার করুন।

 

যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পেরিয়ে গিয়েছে। তাই লিফলেট বিলি করে নিজেদের এলাকায় ভোট থেকে বিরত থাকার কথা বাড়ি-বড়ি মানুষের কাছে জানিয়ে দিন। পাঁচ দিনের মধ্যেই এই কাজ করতে হবে। আর যদি না হয় তাহলে সেইসব নেতা-নেত্রীদের বহিষ্কার করবে দল।

 

আর ও  পড়ুন   আগামীকাল বাপ্পি লাহিড়ির শেষকৃত্য, শেষ শ্রদ্ধা জানালেন বি টাউনের তারাকারা

 

মন্ত্রী ফিরহাদ হাকিম আরো বলেন , যারা বিগত দিনে কাউন্সিলর পদ সামলেছেন । হয়তো তাদের কেউ কেউ এবারে প্রার্থী হতে পারেন নি । তা বলে এই নয় যে তাকে নির্দল হয়ে দাঁড়াতে হবে। দলের সম্মান বজায় রাখুন। আপনাদের রাজ্য নেতৃত্ব যোগ্য সম্মান দিবে। প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলে বৃহত্তর স্বার্থেই তা মিটিয়ে ফেলা উচিত বলে জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

পাশাপাশি, মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে তৃণমূল প্রার্থীকে যাতে দলের সবাই সমর্থন করেন সেই নির্দেশ দেন মন্ত্রী। অন্যদিকে, প্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির জন্য শোক প্রকাশ করে তিনি জানান, সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন অথবা পদ্মবিভূষণ সম্মান দেওয়া উচিত ছিল কেন্দ্রের। তা না করে সংকীর্ণ রাজনীতির পরিচয় দিয়েছে বিজেপি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top