ভাইরাল – অসহনীয় গরম থেকে বাঁচতে ট্রেনে যাত্রাকালে অভিনব উপায় বের করলেন এক তরুণ যাত্রী। উপরের বার্থে শুয়ে পড়েছিলেন তিনি, কিন্তু প্রচণ্ড গরমে ঘুম আসছিল না। তাই আগেই বাড়ি থেকে নিয়ে আসা একটি ছোট কুলার ট্রেনে চালু করে মাথার কাছে রেখে দিব্যি নাক ডেকে ঘুমিয়ে পড়লেন।
সম্প্রতি সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ‘তাজা তমাচা’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, এক যাত্রী বার্থে শুয়ে আছেন, মাথার পাশে কুলার চলছে। যদিও এই ঘটনা কোথায় বা কবে ঘটেছে তা এখনও জানা যায়নি।
ভিডিও অনুযায়ী, যেখানে তিনি শুয়ে ছিলেন, সেখানে তিনটি পাখা চলছিল। তবুও গরমে নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ট্রেনে কুলার চালানোর পরিকল্পনা আগে থেকেই ছিল তাঁর। তাই বাড়ি থেকে সেটি বয়ে নিয়ে এসেছিলেন। গরম থেকে মুক্তি পেতেই বার্থের উপর কুলার রেখে ঘুমিয়ে পড়েন তিনি।
তবে এই ঘটনায় তরুণ যাত্রীকে নিয়ে সমাজমাধ্যমে ব্যাপক কটাক্ষ শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, ট্রেনের মধ্যে এভাবে ভারী যন্ত্র চালানোর অনুমতি নেই। ফোন বা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্যই বৈদ্যুতিক সংযোগ রাখা হয়। অনেকে পরামর্শ দিয়েছেন, চাইলে তিনি বাতানুকূল কামরার টিকিট কাটতে পারতেন।
এক নেটাগরিক লিখেছেন, “টিকিট পরীক্ষকের নজরে পড়লে মোটা জরিমানা দিতে হবে তরুণকে। তখন তাঁর ঘুম মাথায় উঠবে।” ভিডিওটি নিয়ে এখনো নানান প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।
