নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৩ নভেম্বর, ২০২০: বার্নপুরে গ্যাস সিলিন্ডারে আগুন। হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের ধ্রুব ডাঙ্গাল এলাকায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগার খবর প্রকাশ্যে আসায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
এই দুর্ঘটনায়, অনেক মানুষ হালকা ভাবে ঝলসে গিয়েছেন, দমকলকর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে শুক্রবার সকালে ধ্রুব ডাঙ্গাল এলাকায় আগুন লাগে।
আরও পড়ুন…চায়না লাইটের বিক্রি কমে বেড়েছে প্রদীপের চাহিদা
এই আগুনে ৪ জন পুড়ে গেছে এবং ১৯ টি ঘরও ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনা নিয়ে এলাকার মানুষজন আশঙ্কাপ্রকাশ করছেন সিলিন্ডার বিস্ফোরন ঘটবার।