আসানসোল – আসানসোলের বার্নপুরে ব্যতিক্রমী উদ্যোগে শিরোনামে উঠে এলেন ধেনুয়া গ্রামের মহিলারা। কাকা-শ্বশুরের তালিমে তৈরি হয়েছে এক অনন্য ঢাকির দল, যেখানে বৌমা, শাশুড়ি, ননদ, পিসি, মাসিরা একসঙ্গে তুলছেন ঢাকের বোল।
সাধারণত ঢাক বাজাতে হিমশিম খান পুরুষরাই। কিন্তু এই মহিলারা একসঙ্গে তিন-চারটি ঢাক নিয়ে দিব্যি বাজিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন নানা কেরামতিও। কেউ দু’জনের কাঁধে উঠে বাজাচ্ছেন একসঙ্গে একাধিক ঢাক, আবার কেউ বা একসঙ্গে তিনটে ঢাক নিয়েই তুলছেন বোল।
ধেনুয়া কালীকৃষ্ণ আশ্রমে প্রতিদিন চলছে তাঁদের মহড়া। দলের সদস্য সংখ্যা ১৭। কারও বয়স কুড়ি, কারও চল্লিশ, তবুও সবার প্রাণে সমান উৎসাহ। একই পরিবারের বৌমা-শাশুড়ি-ননদরা একসঙ্গে ঢাকের তালে মেতে উঠছেন।
শুরু হয়েছিল শখের বশে, তবে এখন তাঁদের ডাক পড়ছে পাড়ার বাইরে নানা অনুষ্ঠানে। মা কালীকে গৃহদেবী মেনে তাঁরা দলটির নাম দিয়েছেন নারী শক্তির প্রতীক হিসেবে। ইতিমধ্যেই মনসা পুজো, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, এমনকি রাজনৈতিক অনুষ্ঠানেও বাজিয়ে এসেছেন তাঁরা। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়খণ্ডের ধানবাদ-দেওঘরেও প্রতিভা দেখিয়েছেন।
এবারের দুর্গাপুজোয় তাঁদের ডাক পড়েছে কুমারপুর, চলবলপুর, জামতারা ও ধানবাদের একাধিক মণ্ডপে। বিশেষ করে নবপত্রিকা আনা এবং বিসর্জনের শোভাযাত্রায় মহিলা ঢাকিদের কদর বেশি।
কুমোরটুলির প্রতিমার মতোই এখন পুজোর আবহে সমান গুরুত্ব পাচ্ছে ধেনুয়ার এই অনন্য মহিলা ঢাকির দল।
