বার্লো বালিকা বিদ্যালয়ের রক্তদান শিবির। জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুল গুলোর মধ্যে অন্যতম বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়। ইতিমধ্যে ওই বিদ্যালয়ে দেড়শো বছরে পা দিল। এই উপলক্ষে মহাসমারোহে পালিত হচ্ছে সাধ্ব শতবর্ষ। সাধ্ব শতবর্ষ উদযাপন উপলক্ষে, স্কুল প্রাঙ্গণে এদিন রবিবার সকালে বিদ্যালয়ের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, ১৮ জন মহিলা সহ ৪৯ জন রক্ত দান করে মানবিকতার নজির গড়লেন।
প্রাক্তন ছাত্রী তথা ইংলিশবাজার পৌরসভার কাউন্সিলার সুমলা আগরওয়াল ও ২০২২ এর শিক্ষারত্নপ্রাপ্ত জয়দেব লাহিড়ী রক্তদান করেন। উপস্থিত ছিলেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক নিরঞ্জন প্রামাণিক, জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, রক্তদান আন্দোলনের কর্মী গৌতম দাস, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী দোলন ব্যানার্জি, সুরজিৎ মন্ডল, মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসক অশোক চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি কে পি সিং প্রমূখ।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
এই বিষয়ে বাড়ালো বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডঃ দীপশ্রী মজুমদার জানান, এই বছর মালদহের ঐতিহ্যবাহী প্রাচীন বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড়শ তম বর্ষ উদযাপন চলছে। এরই অঙ্গ হিসাবে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে জেলা রক্ত সংকটের কথা বিবেচনা করে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যে সমস্ত রক্তবন্ধু, রক্ত দিতে এগিয়ে এসছেন তাদের সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, বার্লো বালিকা বিদ্যালয়ের রক্তদান শিবির। জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুল গুলোর মধ্যে অন্যতম বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়। ইতিমধ্যে ওই বিদ্যালয়ে দেড়শো বছরে পা দিল। এই উপলক্ষে মহাসমারোহে পালিত হচ্ছে সাধ্ব শতবর্ষ। সাধ্ব শতবর্ষ উদযাপন উপলক্ষে, স্কুল প্রাঙ্গণে এদিন রবিবার সকালে বিদ্যালয়ের উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, ১৮ জন মহিলা সহ ৪৯ জন রক্ত দান করে মানবিকতার নজির গড়লেন।