বেইলি ব্রিজের হাত ধরে সচল হচ্ছে বালাসন সেতু। বেইলি ব্রিজের হাত ধরে ফের নিজ মহিমায় সচল হচ্ছে বালাসন সেতু! পথচারীদেরসহায়তায় হেল্প ডেস্ক খুলে পরিষেবা দেবে দার্জিলিং জেলা তৃনমূল। বুধবার দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ বালাসন সেতুর দুদিকে অর্থাৎ শিব মন্দির থেকে মাটিগাড়া সংযোগকারী এশিয়ান হাইওয়ে এবং মাটিগাড়ার দিকে সংযোগকারী জাতীয় সড়কের ওপর দুটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
প্রসঙ্গত প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। ভারী বৃষ্টিপাতের জেরে শিলিগুড়ি প্রবেশের মুখে এশিয়ান হাইওয়ে ও জাতীয় সড়কের মধ্যে সংযোগকারী বালাসন সেতু সাত ও আট নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়ে হেলে পড়ায় সেতু বসে যায়। যার জেরে টানা সেতুর নাজুক স্থিতির কারনে একমাস যাবৎ সেতুর ওপর দিয়ে যান চলাচল প্রায় বন্ধ।
প্রথম পর্যায়ে দু চাকা গাড়ি চলাচলের অনুমোদন দেওয়া হলেও পরবর্তীতে সেতুর ক্ষতিগ্রস্থ দুটি পিলারের সংযোগকারী অংশে সেতুর ওপর বেইলি ব্রিজ তৈরির কাজ শুরুর পর থেকে সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে বালাসন সেতু। একমাস যাবৎই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নির্ধারিত বিকল্প ট্র্যাফিক রুটের ধরেই সচল রয়েছে যান চলাচল। ১লা ডিসেম্বর থেকে সমস্ত যানবাহন সচল করার টার্গেট ধরেই দ্রুত গতিতে ক্ষতিগ্রস্থ অংশে সেতুর ওপর চলছে বেইলি ব্রিজের কাজ।
পূর্ত দপ্তরের এন এইচ ডিভিশনের তরফে করা হচ্ছে বেইলি ব্রিজের কাজ। চলতি মাসের মধ্যেই কাজ সম্পন্ন করে সেতুর ওপর যান চলাচল সচল করা হবে বলে জানান শিলিগুড়ি পূর্ত দপ্তরের এন এইচ ডিভিশনের সহাকারী ইঞ্জিনিয়ার শিশির দেব। এদিকে বালাসন সেতুর ক্ষতিগ্রস্থ অংশে ইতিমধ্যেই মাঝের হাট থেকে আনা বেইলি ব্রিজের লোহার কাঠামো ও পাত বসানো হয়েছে।
এরপর পাত ঝালাইয়ের কাজে নামবে পূর্ত দপ্তর। এদিকে বুধবার থেকে পথ চলতি মানুষদের অনেকেরই অবগত না থাকার জেরে সেতু পর্যন্ত এসে কোনো রুট দিয়ে যাবেন তা নিয়ে সংশয় তৈরী হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে শিবমন্দির থেকে মাটিগাড়া সংযোগের ক্ষেত্রে। চাকরি ও ব্যবসার সূত্রে শহরের নিত্য আসা মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। পথচারি মানুষদের সেই বিভ্রাট রুখতে হাসি মুখে বিকল্প রুট থেকে যেকোনো সমস্যার সমাধান বাতলে দেবে তৃনমুল।
আরও পড়ুন লালগড় এর বুড়িসোল থেকে দুটি ল্যান্ড মাইন ও দুটি ডিটোনেটর উদ্ধার
দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ জানান পথচারী মানুষদের পাশে দাঁড়াতে বালাসন সেতুর দুই পাশে দুটি সহায়তা কেন্দ্র দার্জিলিং জেলা তৃণমূলের তরফে করা হয়েছে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ব্লকের বিভিন্ন দলীয় কর্মীরা থাকবেন এবং পথচারী মানুষদের যথাসাধ্য সাহায্য করবেন।
পাশাপাশি তিনি জানান বালাসন সেতুটি পুনরায় তৈরি হয়ে গেলে সেতুর দুদিকে আলো এবং নিরাপত্তার খাতিরে সিসি ক্যামেরা লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে জেলা তৃণমূলের তরফে। তিনি বলেন প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে বেলি ব্রিজটি তৈরি হলেই আলো এবং সিসি ক্যামেরা ব্যবস্থা করা হবে।