নেতাজির দুর্লভ সংগ্রহ নিয়ে বালিগঞ্জে প্রদর্শনীর আয়োজন। নেতাজী শুধু বাঙালি নয় দেশেরও আবেগ। আর সেই নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর কিছু দুর্লভ সংগ্রহ নিয়ে আজ থেকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
১৯৯৭ প্রুফ কয়েন সেট, ইউ এন সি সেট, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কয়েন, নেতাজী ১২৫ বছর পূর্তি উপলক্ষে, রাষ্ট্রপতি সুভাষ চন্দ্রকে মান পত্র, তাঁর স্বাক্ষর, দুষ্প্রাপ্য দুটি ছবির, ফ্রি ইন্ডিয়া কভার, আই এন এ রনির স্বাক্ষরিত মান পত্র, বার্মা থেকে আফগানিস্থান পেপার মানি আজাদ হিন্দ টোকেন এই সব সম্ভার এখানে প্রদর্শিত হচ্ছে। আগামী তিনদিন ধরে সাধারন মানুষের জন্য এই প্রদর্শনী খোলা রাখা হবে। পাশপাশি এখানে কয়েন কেনা বেচাও করা যাবে। আজ তার শুভ উদ্বোধন করেন
নেতাজী বিশেষজ্ঞ হরেন্দ্র নাথ বাগচী, পূরবী রায়, ঐতিহাসিক এসকে বোস, শিব সাধন দেব এরা সকলে। পাশপাশি প্রদর্শনী উদ্যোক্তাদের মধ্যে থেকে ইন্দ্র্ণাথ বাড়ুই দাবি জানান আগামি দিনে নেতাজির ছবি সংকলিত পেপার নোট ছাপা হোক। যেহেতু ভারতীয় স্বাধীনতা ইতিহাসে নেতাজী চির স্মরণীয় এক নাম। সে বিষয়ে প্রদর্শনীর পরে কেন্দ্রের কাছে আবেদন জানানো হবে।
আর ও পড়ুন রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন হিন্দু মহিলা
অন্যদিকে নেতাজী গবেষক পূরবী রায় জানান, নেতাজী যে ভাবে দেশের হিতে কাজ করেছে তা সকলের কাছে তুলে ধরা, আর তার জন্য প্রদর্শনী খুব ভালো উদ্যোগ।
উল্লেখ্য, নেতাজির দুর্লভ সংগ্রহ নিয়ে বালিগঞ্জে প্রদর্শনীর আয়োজন। নেতাজী শুধু বাঙালি নয় দেশেরও আবেগ। আর সেই নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর কিছু দুর্লভ সংগ্রহ নিয়ে আজ থেকে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
১৯৯৭ প্রুফ কয়েন সেট, ইউ এন সি সেট, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কয়েন, নেতাজী ১২৫ বছর পূর্তি উপলক্ষে, রাষ্ট্রপতি সুভাষ চন্দ্রকে মান পত্র, তাঁর স্বাক্ষর, দুষ্প্রাপ্য দুটি ছবির, ফ্রি ইন্ডিয়া কভার, আই এন এ রনির স্বাক্ষরিত মান পত্র, বার্মা থেকে আফগানিস্থান পেপার মানি আজাদ হিন্দ টোকেন এই সব সম্ভার এখানে প্রদর্শিত হচ্ছে। আগামী তিনদিন ধরে সাধারন মানুষের জন্য এই প্রদর্শনী খোলা রাখা হবে। পাশপাশি এখানে কয়েন কেনা বেচাও করা যাবে। আজ তার শুভ উদ্বোধন করেন