বালিতে বার্থডে ভ্যাকেশনে কৌশানী, কো-অর্ড লুকে কাড়লেন নজর—কার্ভি ফিগারে মুগ্ধ নেটিজেনরা

বালিতে বার্থডে ভ্যাকেশনে কৌশানী, কো-অর্ড লুকে কাড়লেন নজর—কার্ভি ফিগারে মুগ্ধ নেটিজেনরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – কেরিয়ারে রীতিমতো মোড় ঘুরিয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একসময় বাণিজ্যিক ছবির গ্ল্যামারাস নায়িকা হলেও, এখন ডিগ্ল্যাম চরিত্রে নজরকাড়া অভিনয় করে টলিপাড়ায় নিজের আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের নতুন পর্বে তাঁর কেরিয়ার ছুঁয়েছে সাফল্যের শিখর। ঠিক সেই সময়েই এসেছে তাঁর জন্মদিন, আর তা যে বিশেষভাবে উদযাপিত হবে, তা বলাই বাহুল্য।

১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে জাঁকজমকপূর্ণ উদযাপনের পর পরদিনই প্রেমিক বনি সেনগুপ্তকে সঙ্গে নিয়ে উড়াল দিলেন ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। কালো কো-অর্ড সেটে কৌশানীর বোল্ড লুক নেটিজেনদের চোখে একেবারে ঝড় তুলেছে। ক্রপ টপে স্পষ্ট তাঁর কার্ভি ফিগার, যা প্রশংসার ঝড় তুলেছে অনুরাগীদের মধ্যে।

জানা যাচ্ছে, একাধিক চরিত্রের প্রয়োজনেই সামান্য ওজন বাড়াতে হয়েছে কৌশানীকে। তবুও নিজের স্বাভাবিক সৌন্দর্যেই বাজিমাত করেছেন তিনি। হালকা লিপস্টিক, খোলা চুল ও ন্যাচারাল লুকে কৌশানীর পোজগুলো যে ‘কিলার’, তা বলতেই হয়। প্রতিটি ছবির নেপথ্যে রয়েছেন বনি, তিনিই তোলেন কৌশানীর এই সফরের ঝলক।

ছবির ক্যাপশনে কৌশানী লিখেছেন—“Vacation Goals”। অভিনেত্রীর সফরপ্রীতি নতুন নয়। সুযোগ পেলেই তিনি শহর ছেড়ে বেরিয়ে পড়েন। তাঁর ফ্যাশন সেন্স, সাজগোজ এবং নিজের স্টাইল স্টেটমেন্টেও তিনি বরাবরই আলাদা। এমনকি পেশাগত কারণে মেকআপ করলেও তাঁর ‘নো মেকআপ’ লুকেই অনুরাগীরা বেশি মুগ্ধ।

কৌশানীর কেরিয়ার শুরু রাজ চক্রবর্তীর পারবোনা আমি ছাড়তে তোকে দিয়ে। এরপর একের পর এক বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও প্রকৃত খ্যাতি আসে ডিগ্ল্যাম চরিত্রে। আবার প্রলয়-এ মোহিনী মা চরিত্র, বহুরূপী-তে ঝিমলি এবং কিলবিল সোসাইটি-তে পূর্ণা রূপে কৌশানীর অভিনয় দর্শকদের নজর কাড়ে। এই সব চরিত্রই তাঁর কেরিয়ারে এক নতুন দিগন্ত খুলে দেয়।

বর্তমানে তিনি টলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন। জানা যাচ্ছে, বালি থেকে ফিরে ফের কাজে মন দেবেন কৌশানী। এখন শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি সত্যিই ‘গোল সেটার’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top