হুগলি – বুধবার সকালে হাওড়ার বালি নিবেদিতা সেতুর নিচে একটি ডাস্টবিন থেকে একটি সদ্যোজাত কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বালি পঞ্চাননতলা পুরসভা এলাকার বাসিন্দা ও পেশায় টোটো চালক চন্দন মল্লিক ওই শিশুকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই শিশুটির চিকিৎসা চলছে।
চন্দন মল্লিক জানান, শিশুটি প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে আবর্জনার স্তূপে পড়ে ছিল। তার গায়ে পোকা ধরেছিল, যা থেকে অনুমান করা হচ্ছে শিশুটিকে ফেলে দেওয়ার কিছুক্ষণ পরই ঘটনাটি ঘটে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং দায়ীদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় এবং তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে গিয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। এই অমানবিক ঘটনার তদন্তে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।
