বালি চুরির র্যাকেটে যুক্ত পুলিশ, বিএলআরও ও ডিএলআরও দের মাণিক ভট্টাচার্য্য করে দেব বলে হুমকি দিলেন সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার পূর্ব বর্ধ মানের খণ্ডঘোষে দলীয় কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন , টেট দুর্নীতির অন্যতম নায়ক মাণিক বাবু যেমন পালিয়ে বেড়াচ্ছে ,বালি চুরিতে যুক্তদের তেমনই অবস্থা হবে ।
খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম যদিও বিজেপি সাংসদের এইসব বক্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে এদিন খণ্ডঘোষের রূপসায় বিজেপির একটি দলীয় বৈঠক অনুষ্ঠিত হয় । সেই বৈঠকে পৌরহিত্য করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যে এখন মহম্মদ বিনতুঘলকের সরকার চলছে, ডাকাত রাণীর সরকার চলছে। যা ইচ্ছে তাই করছে। এরপরেই পুলিশ ও প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে সৌমিত্র খাঁ বলেন , কিছু থানার ওসি ৬০০ কোটি টাকা এবং বিএলআরও ও ডিএলআরও যাঁরা হাজার হাজার কোটি টাকার বালি কেলেঙ্কারিতে যুক্ত তাঁদের বিরুদ্ধে আমি চিফ সেক্রেটারিকে চিঠি পাঠিয়েছি ।
ধরে রাখুন, তদের ঠিক মতোকরে প্রশাসনিক ব্যবস্থা হয়ে যাবে । সেটা কেন্দ্রীয় সরকারের এজেন্সি হোক বা রাজ্য সরকারের এজেন্সি হোক , ব্যবস্থা হয়ে যাবে। ঠিক সময়ে এদের মাণিক ভট্টাচার্য্য করেদেব । প্রাইমারি টেট দুর্নীতির অন্যতম নায়ক মাণিক বাবু যেমন লুকিয়ে বেড়াচ্ছেন,এদেরও সেই ব্যবস্থা করা হবে । এদের সমস্ত টাকা রাজকোষে জমা পড়বে ।
আরও পড়ুন – ডেবরায় ‘ডাইনি’ অপবাদে এক বৃদ্ধকে ঘরছাড়া করার নিদান দিল গ্রামের মাতব্বররা!
উল্লেখ্য, ও ডিএলআরও দের মাণিক ভট্টাচার্য্য করে দেব বলে হুমকি দিলেন সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার পূর্ব বর্ধ মানের খণ্ডঘোষে দলীয় কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন , টেট দুর্নীতির অন্যতম নায়ক মাণিক বাবু যেমন পালিয়ে বেড়াচ্ছে ,বালি চুরিতে যুক্তদের তেমনই অবস্থা হবে ।খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম যদিও বিজেপি সাংসদের এইসব বক্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে এদিন খণ্ডঘোষের রূপসায় বিজেপির একটি দলীয় বৈঠক অনুষ্ঠিত হয় । সেই বৈঠকে পৌরহিত্য করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।



















