বালি নিয়ে শিশুর খেলাকে কেন্দ্র করে বালি মাফিয়াদের মারধর এই ঘটনায় গ্রামের সালিশ আর সেই সালিশি সভার মধ্যে একই পরিবারের ৩ সদস্যকে মারধরের অভিযোগ ।আহত তিন সদস্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানা মহিষবাথান আলীপুর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে আহতদের নাম জহর শেখ ছেলে কালু শেখ ও জলিল শেখ। জলিল শেখ জানাই তাদের বাড়ির সামনে এলাকার বালি মাফিয়া রেজাউল শেখ বালি ফেলে রেখেছে সেই বালির ওপর এলাকার ছোট্ট শিশু খাতুন খেলা করছিল সেই সময় হঠাৎ বালি মাফিয়া ওই ছোট্ট শিশুকে বেধড়ক মারধর করতে থাকে ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসী জহর শেখ ঘটনার প্রতিবাদ করে এরপর জহরের সাথে তার বচসা শুরু হয়।
এই ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যাবেলা গ্রামে সালিশী বসে। সেই সভায় মিমাংসা না হওয়ায়। সভার মধ্যে জহুরুল শেখ ও তার পরিবারকে বেধরক মারধর করে। আহত তিন জন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনায় মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।