কলকাতা – রাজ্যে বালি পাচারের অভিযোগ দীর্ঘদিনের, আর সেই অভিযোগের তদন্তে এবার নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার সকাল থেকে ইডির একাধিক আধিকারিক বেহালার জেমস লং সরণীতে অবস্থিত জিডি মাইনিং-এর অফিসে তল্লাশি শুরু করেছেন। সংস্থাটি মূলত বালির ব্যবসার সঙ্গে যুক্ত, এবং এর আরেকটি শাখা রয়েছে বিধাননগরের সেক্টর ফাইভে।
ইডি সূত্রে জানা গেছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন কীভাবে সরকারি নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে বালি বিক্রি করা হচ্ছে এবং কোথায় কোথায় এই পাচারের সঙ্গে দুর্নীতি জড়িত। অফিসের নথি, লেনদেনের রেকর্ড ও ব্যাংক অ্যাকাউন্টের খোঁজখবর নেওয়া হচ্ছে।
সূত্রের খবর, রাজ্যের একাধিক এলাকায় চলা বালি পাচারচক্রের সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই জিডি মাইনিং-এর কার্যালয়ে এই তল্লাশি। পাশাপাশি বিধাননগরের শাখাতেও নজরদারি চালাচ্ছে ইডি। তদন্তের স্বার্থে বেশ কয়েকজন কর্মী ও আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।
