যশোর রোড গৌরীপুরের কাছে বালি বোঝাই চলন্ত লরিতে আগুন,অল্পের জন্য প্রাণে রক্ষা চালক ও সহকারী চালক ঘটনাস্থলে বিমানবন্দর থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। পুলিশ সূত্র মারফত খবর গতকাল রাত সাড়ে ১২ টা নাগাদ বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে থেকে যশোর রোড ধরে মধ্যমগ্রামে যাওয়ার সময়, বালি বোঝায় দশ চাকার লরিটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে,নিমেষের মধ্যে লরিতে আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে।
অদূরে গৌরীপুর ট্রাফিক গার্ড থাকায় দ্রুততার সহিত পুলিশ খবর দেয় দমকলকে, পরপর দুটি ইঞ্জিন দীর্ঘ ৪৫ মিনিট থেকে এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়, দমকলের প্রাথমিক অনুমান ব্যাটারির শর্ট-সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। এর ফলে বিরাটি যশোর রোড থেকে বারাসাত যাওয়ার রাস্তায় জানজটের সৃষ্টি হয়।বালি বোঝাই দশ চাকার লরিটি রাস্তা থেকে সরাতে বেশ কিছু সময় লেগেছে, ফলে যান চলাচল স্বাভাবিক করতে বেগ পেতে হয়েছে পুলিশকে। লরিটিকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ।
আরও পড়ুন – যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকৃতি দেননা তাদের কাছে কী শিখব, শুভেন্দু
উল্লেখ্য, যশোর রোড গৌরীপুরের কাছে বালি বোঝাই চলন্ত লরিতে আগুন,অল্পের জন্য প্রাণে রক্ষা চালক ও সহকারী চালক ঘটনাস্থলে বিমানবন্দর থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। পুলিশ সূত্র মারফত খবর গতকাল রাত সাড়ে ১২ টা নাগাদ বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে থেকে যশোর রোড ধরে মধ্যমগ্রামে যাওয়ার সময়, বালি বোঝায় দশ চাকার লরিটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে,নিমেষের মধ্যে লরিতে আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে।
অদূরে গৌরীপুর ট্রাফিক গার্ড থাকায় দ্রুততার সহিত পুলিশ খবর দেয় দমকলকে, পরপর দুটি ইঞ্জিন দীর্ঘ ৪৫ মিনিট থেকে এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়, দমকলের প্রাথমিক অনুমান ব্যাটারির শর্ট-সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। এর ফলে বিরাটি যশোর রোড থেকে বারাসাত যাওয়ার রাস্তায় জানজটের সৃষ্টি হয়।বালি বোঝাই দশ চাকার লরিটি রাস্তা থেকে সরাতে বেশ কিছু সময় লেগেছে, ফলে যান চলাচল স্বাভাবিক করতে বেগ পেতে হয়েছে পুলিশকে। লরিটিকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ।