নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি :- বালি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মৃত্য হল ৬২ বছর বয়সী এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে বর্ধমান রোড়ের সন্তোষী নগর মোড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম বলরাম মিশ্র। পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, এদিন সকালে ওই বৃদ্ধ সন্তোষীনগর মোড় এলাকায় একটি লটারির দোকানে বসে ছিলেন। সেই সময়ে একটি বালি বোঝাই একটি ট্রাক গঙ্গানগর থেকে বর্ধমান রোডের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে চলতে শুরু করে। এরপরেই ওই ট্রাকটি বৃদ্ধকে ধাক্কা মারা পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি ও সাইকেলে ধাক্কা মেরে একটি সাইকেলের গ্যারাজে ধাক্কা মেরে থমকে যায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় গুরুতর জখম হন ওই বৃদ্ধ। তড়িঘড়ি তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ ও র্যাফ। অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছান ওয়ার্ড কো-অর্ডিনেটর সহ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার।
বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত বৃদ্ধ, ঘটনাস্থলে মোতায়েন র্যাফ।
বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত বৃদ্ধ, ঘটনাস্থলে মোতায়েন র্যাফ।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram