বালি ভর্তি লরির তলায় পিষ্ট হয়ে দুই জনের মৃত্যু ,এলাকায় উত্তেজনা

বালি ভর্তি লরির তলায় পিষ্ট হয়ে দুই জনের মৃত্যু ,এলাকায় উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বালি ভর্তি লরির তলায় পিষ্ট হয়ে দুই জনের মৃত্যু ,এলাকায় উত্তেজনা। মঙ্গলবার ভোরে মেদিনীপুরের পালবাড়ি থেকে অলিগঞ্জ আসছিলেন শেখ হাসমত (৩৮) । মেদিনীপুর শহরের জগন্নাথমন্দির চকের সামনে পথ কুকুর তাঁকে তাড়া করে। তিনি দ্রুত বাইক ছুটিয়ে পালাতে গিয়ে রাস্তার উপর পড়ে যান। সেই সময় দ্রুত গতিতে আসা একটি বালি বোঝাই লরি তাঁকে পিষ্ট করে চলে যায়। ঘটানস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওই বালি ভর্তি লরি বেপরোয়া ভাবে পালাতে গিয়ে মোহনপুরের কাছে এক ব্যক্তিকে পিষ্ট করে চলে যায়।ওই ব্যক্তিও ঘটনাস্থলেই মারা যায়। তিনি দিন মজুর বলে স্থানীয়রা জানান। তাঁর পরিচয় জানা যায়নি।  বেপরোয়া বালি গাড়ির ধাক্কায় দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

মেদিনীপুর শহরে রাত থেকে ভোর পর্যন্ত পথ কুকুরের দৌরাত্ম্য আর বালি বোঝাই বেপরোয়া গাড়ি নিয়ে এদিন সোচ্চার হয়েছন মেদিনীপুর পুরসভার পুর প্রধান সৌমেন খান।
তিনি জানান , রোগীর বাড়ির লোকজন বা কোনো প্রয়োজনে কাউকে রাতে ভিতে বেরোতে হতে পারে। এভাবে পথ কুকুর আর বালি বোঝাই গাড়ির দাপট থাকলে বেঘোরে মানুষকে মরতে হবে।

 

মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান আরো বলেন যে মেদিনীপুর শহরে যেসব এলাকায় ক্রসিং রয়েছে সেইসব এলাকায় পুলিশি ব্যবস্থা রাখতে হবে। রাত্রি আটটার পর বেপরোয়াভাবে বালিগাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করে যার ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন যাতে ওই রাস্তায় রাত্রি আটটার পর নিয়মিত পুলিশ মোতায়েন করা হয়। তাহলে মানুষ কিছুটা হলে রক্ষা পাবে।

আর ও পড়ুন    তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে মেদিনীপুরের পালবাড়ি থেকে অলিগঞ্জ আসছিলেন শেখ হাসমত (৩৮) । মেদিনীপুর শহরের জগন্নাথমন্দির চকের সামনে পথ কুকুর তাঁকে তাড়া করে। তিনি দ্রুত বাইক ছুটিয়ে পালাতে গিয়ে রাস্তার উপর পড়ে যান। সেই সময় দ্রুত গতিতে আসা একটি বালি বোঝাই লরি তাঁকে পিষ্ট করে চলে যায়। ঘটানস্থলেই তাঁর মৃত্যু হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top