বালুরঘাটের খুন হওয়া শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস, পি.এফ.আই ইসুতে রাজ্যকে তোপ সুকান্ত-র। বালুরঘাটের এ.কে গোপালন কলোনী এলাকার খুন হওয়া শিশু দীপ হালদার-এর পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার সন্ধ্যায় বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক লাহিড়ি-কে সাথে নিয়ে দীপ হালদার-এর বাড়িতে যান এবং দীপ হালদার-এর ঠাকুমার সাথে কথা বলেন।
আরও পড়ুন – ১৩ দফা দাবিতে রাজ্যের শিক্ষা মন্ত্রীকে স্মারক লিপি দিতে চলেছেন মিড ডে মিলের রধুনিরা
যার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনায় সি.বি.আই তদন্তের প্রয়োজন রয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে বলেন সি.বি.আই তদন্ত নির্ভর করে রাজ্য সরকারের উপর বা কোর্টের উপরে, পরিবার যদি চায় আমরা কোর্টে যাব কিন্তু সব বিষয়ে সি.বি.আইকে টানা উচিৎ নয়, কারন যেভাবে চোর ধরা পড়ছে এবার তো জেলায় জেলায় সিবিআই অফিস খুলতে হবে। তিনি বলেন পরিবারের দাবীকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি, যারা খুন করেছে তাদের ফাঁসির নীচে আমরা সাজা চাইছি না।
একই সাথে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের সাথে সহমত পোষণ করে এদিন তিনি বলেন একটা পাচার চক্র কাজ করছে। সীমান্ত এলাকায় পাচার চক্র কাজ করা বিষয়ে প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন বর্ডারে সব জায়গায় কাটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি রাজ্য সরকারের অসহযোগীতার জন্য, এই এলাকা বিভিন্ন হুমকির অধীনে আছে।
শুধু তাই নয় পি.এফ.আই ইসুতে এদিন সুকান্ত মজুমদার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন রাজ্যে আই.এস.আই জঙ্গি ধরা পড়েছে, পি.এফ.আই ব্যান হয়েছে গোটা দেশে, কেন্দ্র পি.এফ.আই-কে ব্যান করার পর গোটা দেশে পি.এফ.আই-এর অফিস বন্ধ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও কোন নোটিফিকেশন বের করেনি পি.এফ.আই কে বন্ধ করার জন্য এক জনকেও গ্রেপ্তার করেনি। আমি জানিনা আমাদের সরকার এই পশ্চিমবঙ্গকে কি বানানোর চেষ্টা করছে, লন্ডন না সৌদি আরব বলে তিনি প্রশ্ন তোলেন।