বালুরঘাটের ৬টি পূজো কমিটিকে পুরস্কার প্রদানের ঘোষনা বালুরঘাট থানার। বালুরঘাট পৌর এলাকার ৩টি পূজো কমিটিকে এবং বালুরঘাট থানা অভ্যন্তরস্থ ৭টি গ্রাম পঞ্চায়েতের ৩টি পূজো কমিটিকে পুরস্কৃত করবে বালুরঘাট থানা, বালুরঘাট থানার আই.সি-র এহেন ঘোষণায় খুশির হাওয়া পূজো কমিটিগুলির মধ্যে। উল্লেখ যে বুধবার বালুরঘাট শহরের সূবর্ণতট সভাগৃহে বালুরঘাট থানা এলাকার ১২৯টি পূজা কমিটির প্রতিনিধিদের সাথে বৈঠক করে বালুরঘাট থানার আধিকারিকরা।
পূজো কমিটির প্রতিনিধিদের সাথে এদিনের এই বৈঠক চলাকালীন উপস্থিত ছিলেন ডি.এস.পি সোমনাথ ঝা, বালুরঘাট থানার আই.সি শান্তিনাথ পাজা, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এদিন আসন্ন শারদোৎসব উপলক্ষ্যে বালুরঘাট থানার পক্ষ থেকে পূজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। পাশাপাশি দুর্গাপূজা যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয় সেই জন্য একাধিক বিষয়ের উপর আলোকপাত করে নিজ বক্তব্য পেশ করবার পাশাপাশি একাধিক বিষয়ে পূজো কমিটিগুলিকে সতর্ক করেন বালুরঘাট থানার আই.সি শান্তিনাথ পাজা।
আরও পড়ুন – এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
এদিনের সভায় তিনি পূজো কমিটিগুলিকে সতর্ক করে সাফ জানিয়ে দেন চাঁদার জুলুমবাজির অভিযোগ এলে পূজোর পারমিশন মিলবে না। তবে এদিনের এই সভায় সবথেকে চমকপ্রদ ঘোষনা হলো যে বালুরঘাট থানার পক্ষ থেকে ৬টি পূজো কমিটিগুলির জন্য পুরস্কার প্রদানের ঘোষনা। জানা গেছে এক্ষেত্রে প্রতিযোগী ক্লাবগুলিকে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে প্রতিযোগীতায় অংশ নিতে হবে। যার পর বিচারক মন্ডলী বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখে পূজো কমিটিগুলিকে নম্বর প্রদান করবেন।
এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ৬টি পূজো কমিটিকে পুরস্কৃত করবে বালুরঘাট থানা। সূত্র মারফৎ খবর ঐ ১০০ নম্বরের মধ্যে বালুরঘাট থানার আই.সি-র হাতে থাকছে ১৫ নম্বর। সূত্র মারফৎ এও খবর পুরস্কার প্রদানেই চমক থাকছে না, আসন্ন শারদোৎসব চমক দিতে পূজো প্যান্ডেলে মাইকে বাজা গানেও বিশেষ চমক দিয়ে সহযোগীতা করতে প্রস্তুতি নিতে শুরু করেছে বালুরঘাট থানা। সব মিলিয়ে নাটকের শহর-সংস্কৃতির শহর বালুরঘাটে এদিন বালুরঘাট থানার পক্ষ থেকে একাধিক ঘোষণায় উচ্ছ্বসিত পূজোকমিটিগুলিও। বালুরঘাটের ৬টি