বৈঠকে কাটল জট, তিনদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে বালুরঘাটে চালু হবে বাস পরিষেবা

বৈঠকে কাটল জট, তিনদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে বালুরঘাটে চালু হবে বাস পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বৈঠকে কাটল জট, তিনদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে বালুরঘাটে চালু হবে বাস পরিষেবা। তিনদিন পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল বুধবার বালুরঘাট থেকে বাস পরিষেবা ফের স্বাভাবিক ছন্দে চালু হতে চলেছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় এমনটাই জানালেন বাস ওনার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বাস মালিকদের যে দাবি রয়েছে সেই দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। আগামীকাল থেকে বালুরঘাটে বাস পরিষেবা চালু হবে জানতে পেরে কিছুটা হলেও স্বস্তির হাফ ছেড়েছেন যাত্রীরা।

 

প্রসঙ্গত, ডিজেলের দাম দিন দিন বাড়ার ফলে পুরোনো ভাড়া দিয়ে বাস চলাচল করা সম্ভব হচ্ছেনা বাস মালিকদের। যার ফলে একে একে একাধিক বাস সহ অন্যান্য গণপরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। গত রবিবার থেকে এই বাস পরিষেবা বন্ধ হয়। তবে ওই দিন শুধুমাত্র বালুরঘাট থেকে রায়গঞ্জ ও মালদা রুটের বাস পরিষেবা বন্ধ ছিল। সোমবার থেকে সব রুটের বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। এমনকি আজও সব রুটে বাস পরিষেবা বন্ধ ছিল। এদিকে লাগাতার তিনদিন ধরে বাস পরিষেবা বন্ধ থাকার পর সাধারণ মানুষ ব্যাপক সমস্যায় পড়েন।

 

অবশেষে মঙ্গলবার দুপুরে বাসমালিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা। দীর্ঘক্ষণের বৈঠকে প্রশাসনের তরফে বাস মালিকদের কাছে অনুরোধ করা হয় বুধবার থেকে বাস পরিষেবা স্বাভাবিক করার জন্য। প্রশাসনের অনুরোধে শর্তসাপেক্ষে বাস চালাতে রাজি হন মালিকরা। এদিকে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এদিন সন্ধ্যায় বাস মালিকরা নিজেদের মধ্যে বৈঠক করেন। সেখানে বাস পরিষেবা স্বাভাবিক ভাবে চালানোর সিদ্ধান্ত নেন তারা। তবে দ্রুত বাস ভাড়া না বাড়লে আগামী সাতদিনের মধ্যে ফের বাস পরিষেবা বন্ধ হয়ে যাবে বলে বাস মালিকরা জানিয়েছেন।

আর ও পড়ুন    হাঁসখালি ধর্ষণকাণ্ডে আরো এক গ্রেপ্তার 

এবিষয়ে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী বলেন, দীর্ঘদিন হয়ে গেলো বাস ভাড়া বাড়েনি। তবে ডিজেলের দাম দিন দিন বাড়ছে। এমত অবস্থায় এমনিতেই এক এক করে সব বাস বন্ধ হয়ে যাচ্ছে। জেলায় বালুরঘাট থেকে প্রায় ৩৫০ টি বাস সহ অন্যান্য গণপরিবহন চলে। সেগুলো সব বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে বাসভাড়া না বাড়লে তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। প্রশাসনের পক্ষ থেকে আজ তাদেরকেই ডাকা হয় সেখানে অনুরোধ করা হয়েছে আগামীকাল থেকে বাস চালানোর জন্য। সেই জন্য তারা আগামীকাল থেকে বাস চালাবেন। তবে তাদের বেশ কিছু শর্ত ও দাবি রয়েছে, সেগুলো পূরণ না হলে পরে আগামী ৭ দিনের মধ্যে ফের তারা বন্ধের পথে হাঁটবেন।

 

এবিষয়ে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, কি জন্য বাস চালাচ্ছেন না সেই বিষয়ে আলোচনা করতে বাস মালিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। যেখানে বাস ভাড়ার বিষয়টি তারা জানিয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি বিষয় জানিয়েছেন। বাস ভাড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। পাশাপাশি অন্যান্য যা সমস্যা রয়েছে সেসব খতিয়ে দেখা হচ্ছে। বাস মালিকরা আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকে তারা বাস চালাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top