বাল্যবিবহের মত অপরাধ সমাজের বুক থেকে মুছে ফেলতে তৎপর। আজ জঙ্গিপুর কলেজের জাতীয় সেবা প্রকল্পের ভলেন্টিয়াররা বাল্যবিবাহ রোধের জন্য রাস্তায় নেমে মিছিল করে। এই মিছিল জঙ্গিপুর কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে জঙ্গিপুর শহর পরিক্রমণ করে। এই মিছিলে র মাধ্যমে শহর বাসীকে সচেতন করা হয় বাল্যবিবাহ রোধের ব্যাপারে।
তাছাড়াও তাদের জানানো হয় বাল্যবিবাহ হতে দেখলে চুপ না করে থেকে চাইল্ড হেল্পলাইন নাম্বার ১০৯৮ এ তৎক্ষণাৎ জানাতে। আজ এই প্রোগ্রামের মধ্যে দিয়ে পসকো অ্যাক্ট এর সচেতনতা বার্তা প্রদান করা হয়। এই ইউনিট এর প্রোগ্রাম অফিসার শুসেন্দু বিশ্বাস জানান আজ এই কর্মসূচি র মাধ্যমে আমরা সমাজের সাধারণ মানুষ কে সচেতন বার্তা প্রদান করি যে তারা যেনো কোনো ভাবেই বাল্য বিবাহের মত অপরাধ কাজ না করে।
আরও পড়ুন – বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করলেন অভিনেতা মীর
তাছাড়াও আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালায় তাদের হাতে তুলে দি লিফলেট। এই ইউনিট এর গ্রুপ ক্যাপ্টেন সৌভিক চ্যাটার্জী জানান বাল্যবিবাহ হলো আমাদের সমাজের ব্যাধি স্বরূপ। এই বাল্যবিবাহ শারীরিক ভাবে অপূর্ণ মেয়েদের জীবনে অন্ধকার নিয়ে আসছে। যেই বয়সে তাদের পড়াশোনা করা উচিত ,সেই বয়সের তারা সংসার সামলাচ্ছে। আজ আমরা এই ব্যাধি সমাজের বুক থেকে মুছে ফেলার জন্য প্রয়াস চালায়।।
উল্লেখ্য, আজ জঙ্গিপুর কলেজের জাতীয় সেবা প্রকল্পের ভলেন্টিয়াররা বাল্যবিবাহ রোধের জন্য রাস্তায় নেমে মিছিল করে। এই মিছিল জঙ্গিপুর কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে জঙ্গিপুর শহর পরিক্রমণ করে। এই মিছিলে র মাধ্যমে শহর বাসীকে সচেতন করা হয় বাল্যবিবাহ রোধের ব্যাপারে। তাছাড়াও তাদের জানানো হয় বাল্যবিবাহ হতে দেখলে চুপ না করে থেকে চাইল্ড হেল্পলাইন নাম্বার ১০৯৮ এ তৎক্ষণাৎ জানাতে। আজ এই প্রোগ্রামের মধ্যে দিয়ে পসকো অ্যাক্ট এর সচেতনতা বার্তা প্রদান করা হয়।
এই ইউনিট এর প্রোগ্রাম অফিসার শুসেন্দু বিশ্বাস জানান আজ এই কর্মসূচি র মাধ্যমে আমরা সমাজের সাধারণ মানুষ কে সচেতন বার্তা প্রদান করি যে তারা যেনো কোনো ভাবেই বাল্য বিবাহের মত অপরাধ কাজ না করে।তাছাড়াও আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালায় তাদের হাতে তুলে দি লিফলেট। বাল্যবিবহের মত