নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৯ ডিসেম্বর, আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। গতকালের রেশ কাটতে না কাটতে, সকাল থেকে বোমাবাজি মুড়ি মুড়কি মত বোমা পড়তে থাকে বাসন্তী শিমুলতলা এলাকায়।আর সেই বোমে গুরুতর আহত হল এক ছোট্ট শিশু
জানা গিয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ও বোমাবাজির মাঝে পড়ে গুরুতর আহত হলেন এক ছোট্ট শিশু।বোমার আঘাতে ওই ছোট্ট শিশুর হাত উড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতাল। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছোট্ট শিশু। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী।