বাসন্তী হাইওয়ে ভিনদেশের পাখি সহ গ্রেপ্তার আন্তর্জাতিক পাখি পাচারকারী। বসিরহাটের মিনাখা থানা বাসন্তী হাইওয়ে সুন্দরবন পর্যটন কেন্দ্রের দক্ষিণ ঘেরি এলাকা থেকে খাচাবন্দী ভিনদেশের পাখি উদ্ধার।। মিনাখাঁ থানার পুলিশ আধিকারি সিদ্ধার্থ মন্ডলের কাছে গোপন সূত্রে খবর আছে কার নেতৃত্বে একদল পুলিশ পেট্রোলিং এর সময় একটি চারচাকা গাড়ি আসতেই আটক করে তাকে জিজ্ঞাসা করতেই গাড়ির ভেতর থেকে খাঁচা বন্দি বিভিন্ন প্রজাতির লরিবার্ড, রামপ্যারট. লাভ বার্ড সহ বিভিন্ন দক্ষিণ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিভিন্ন প্রজাতির এই পাখিগুলো বসিরহাটের সীমান্ত এরিয়া থেকে নিয়ে যাচ্ছিল পাখি পাচারকারী।
ভিনদেশীর বিরল প্রজাতির পাখি উদ্ধার করে জানা যায় কলকাতা রাজ্যে ছাড়িয়ে ভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় পাখি মোটা অর্থের বিনিময় পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারী । সেগুলোকে প্রাথমিকভাবে মিনাখা বনদপ্তর এর হাতে বনদপ্তরাতে তুলে দেওয়া হয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তারপর সল্টলেকের বনবিতান নিয়ে যাওয়া হবে।
পাখির পাচারকারী বছর৪০.এর রফিকুল গাজী বাড়ি মিনাখা থানার চৈতল এলাকায় ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এর সঙ্গে আন্তর্জাতিক পাখি পাঁচার চক্রের যোগসূত্র আছে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃত পাখি পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।, এর সঙ্গে আরো বড়সড়ো চক্র আছে কিনা সেটা খ দিয়ে দেখছে মিনাখা থানার পুলিশ।
উল্লেখ্য, বাসন্তী হাইওয়ে ভিনদেশের পাখি সহ গ্রেপ্তার আন্তর্জাতিক পাখি পাচারকারী। বসিরহাটের মিনাখা থানা বাসন্তী হাইওয়ে সুন্দরবন পর্যটন কেন্দ্রের দক্ষিণ ঘেরি এলাকা থেকে খাচাবন্দী ভিনদেশের পাখি উদ্ধার।। মিনাখাঁ থানার পুলিশ আধিকারি সিদ্ধার্থ মন্ডলের কাছে গোপন সূত্রে খবর আছে কার নেতৃত্বে একদল পুলিশ পেট্রোলিং এর সময় একটি চারচাকা গাড়ি আসতেই আটক করে তাকে জিজ্ঞাসা করতেই গাড়ির ভেতর থেকে খাঁচা বন্দি বিভিন্ন প্রজাতির লরিবার্ড, রামপ্যারট. লাভ বার্ড সহ বিভিন্ন দক্ষিণ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিভিন্ন প্রজাতির এই পাখিগুলো বসিরহাটের সীমান্ত এরিয়া থেকে নিয়ে যাচ্ছিল পাখি পাচারকারী।