নিজস্ব সংবাদদাত,কলকাতা,১৭ ই জুলাই : রাজারহাট নারায়ণপুর এর শিকের বাগানে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ।অটোর ড্রাইভার সহ আহত পাঁচ জন।অসংখ্যা জনক অবস্থায় এক জনকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বাস ও অটো টিকে আটক করেছে নারায়ণপুর থানার পুলিশ।বাসের চালক ও কনট্যাক্টর পলাতক *।
কৈখালী টু রাজারহাট রুটের অটো রাজারহাট থেকে কৈখালী যাওয়ার সময় ৯১সি রুটের বাসটি রাজারহাট থেকে কৈখালী যাওয়ার সময় শিখের বাগানের কাছে বাক নিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।তুবরে যায় অটোটি। তার মধ্যে এক মহিলা সহ চার জন যাত্রী।তারা প্রত্যেকে আহত হয়।সঙ্গে ড্রাইভার।
বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ।অটোর ড্রাইভার সহ আহত পাঁচ জন।
বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ।অটোর ড্রাইভার সহ আহত পাঁচ জন।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram