দীর্ঘ কয়েকদিন পকেট রুট বন্ধ থাকার পরে আজ জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিল বাস ইউনিয়ন। চলতি মাসের ২৩ তারিখে জেলা প্রশাসনকে নিজেদের অসুবিধের কথা জানিয়েও কোনোরূপ সুরাহা না হবার কারণে এই সিদ্ধান্ত। জানাগেছে জাতীয় সড়ক তথা ৫১২ নাম্বার জাতীয় সড়ক ব্যবহার করে বিভিন্ন পকেট রুটে বেআইনিভাবে টোটো চলাচল করছে। যার কারণে বাসে যাত্রির অভাব দেখা দিয়েছে এই পরিস্থিতিতে বাস এবং ছোট গাড়িগুলিতে যাত্রী সংখ্যা অনেক কমে যাবার কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে মালিকপক্ষকে।
একেই তেলের দাম আগুন ছোঁয়া তার ওপর জাতীয় সড়কের টোটো দৌরাত্ম্য এই কারণেই বাস মালিকদের পক্ষ থেকে গত চার দিন ধরে জেলার বেশ কয়েকটি পকেট রুট গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশাসনের হেল দোল না থাকার কারণে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বালুরঘাটে বাস চলাচল বন্ধ করে দিল বালুরঘাট বাস ইউনিয়নের কর্মীরা।
বালুরঘাট বাস ইউনিয়নের সম্পাদক মানস সিং জানায় দূরপাল্লা এবং লোকাল রুটের কোনরকম বাস বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে চলাচল করবে না। এমনকি বাইরের জেলার বাস বালুরঘাটে প্রবেশ করতে দেওয়া হবে না। এর কারণে সমস্যায় পড়েছে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। পর্যাপ্ত পরিমাণে বাস না থাকার কারণে নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের।
আরও পড়ুন – রাজ্য সরকার ক্লাব গুলিকে দুর্গাপূজার টাকা দিলেও মৃৎশিল্পীরা পেলনা কোনও সরকারি সাহায্য
উল্লেখ্য, দীর্ঘ কয়েকদিন পকেট রুট বন্ধ থাকার পরে আজ জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিল বাস ইউনিয়ন। চলতি মাসের ২৩ তারিখে জেলা প্রশাসনকে নিজেদের অসুবিধের কথা জানিয়েও কোনোরূপ সুরাহা না হবার কারণে এই সিদ্ধান্ত। জানাগেছে জাতীয় সড়ক তথা ৫১২ নাম্বার জাতীয় সড়ক ব্যবহার করে বিভিন্ন পকেট রুটে বেআইনিভাবে টোটো চলাচল করছে। যার কারণে বাসে যাত্রির অভাব দেখা দিয়েছে এই পরিস্থিতিতে বাস এবং ছোট গাড়িগুলিতে যাত্রী সংখ্যা অনেক কমে যাবার কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে মালিকপক্ষকে।
একেই তেলের দাম আগুন ছোঁয়া তার ওপর জাতীয় সড়কের টোটো দৌরাত্ম্য এই কারণেই বাস মালিকদের পক্ষ থেকে গত চার দিন ধরে জেলার বেশ কয়েকটি পকেট রুট গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশাসনের হেল দোল না থাকার কারণে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বালুরঘাটে বাস চলাচল বন্ধ করে দিল বালুরঘাট বাস ইউনিয়নের কর্মীরা। বালুরঘাট বাস ইউনিয়নের সম্পাদক মানস সিং জানায় দূরপাল্লা এবং লোকাল রুটের কোনরকম বাস বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে চলাচল করবে না।