দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ল জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের আসন। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে আসন সংখ্যা বাড়ল। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পূর্বে দক্ষিণ দিনাজপুর জেলার ১টি জেলা পরিষদ, ৮টি পঞ্চায়েত সমিতি এবং ৬৪টি গ্রাম পঞ্চায়েতের পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন।
উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে এর পূর্বে আসন সংখ্যা ছিল ১৮, কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী তা বেড়ে দাঁড়াল ২১। প্রকাশিত ঐ খসড়া তালিকা অনুযায়ী ২১ আসন বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কুশমন্ডিতে রয়েছে ৩টি আসন। যার মধ্যে ১টি আসন তপশিলী জাতি মহিলা, ১টি আসন মহিলা, ১টি আসন তপশিলী জাতির জন্য সংরক্ষিত। অপরদিকে গঙ্গারামপুরে রয়েছে ৩টি আসন।
যার মধ্যে ১টি আসন তপশিলী জাতি মহিলা এবং ১টি আসন মহিলা হিসাবে সংরক্ষিত। কুমারগঞ্জে রয়েছে ৩টি আসন। যার মধ্যে ১টি আসন তপশিলী উপজাতি এবং ১টি আসন তপশিলী জাতির মহিলার জন্য সংরক্ষিত। বালুরঘাটে রয়েছে ৩টি আসন। যার মধ্যে একটি আসন তপশিলী উপজাতি, ১টি আসন তপশিলী উপজাতি মহিলা এবং ১টি আসন মহিলার জন্য সংরক্ষিত। হিলি-তে রয়েছে ২টি আসন, যার মধ্যে একটি আসন তপশিলী জাতির জন্য সংরক্ষিত। তপনে রয়েছে ৩টি আসন, যার মধ্যে ১টি আসন তপশিলী উপজাতি মহিলা এবং ১টি আসন মহিলার জন্য সংরক্ষিত।
হরিরামপুরে রয়েছে ২টি আসন, যার মধ্যে ১টি আসন তপশিলী জাতি এবং ১টি আসন মহিলার জন্য সংরক্ষিত। তবে প্রকাশিত খসড়া তালিকায় বংশীহাড়ি ব্লকে থাকা জেলা পরিষদের আসনের মধ্যে সংরক্ষিত কোন আসন নেই। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলার ৮টি পঞ্চায়েত সমিতির পুনঃবিন্যাসের প্রকাশিত খসড়া তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে গত ২০১৮ সালের তুলনায় জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা বেড়েছে ২টি।
আগে ৮টি পঞ্চায়েত সমিতির ১৮৭টি আসন ছিল যা বেড়ে হলো ১৮৯টি। যার মধ্যে ৫৭টি আসন তপশিলী জাতি, ২৫টি আসন তপশিলী জাতির মহিলা, ৩২টি আসন তপশিলী উপজাতি, ১৬টি আসন তপশিলী উপজাতি মহিলা, ৫টি আসন ও.বি.সি, ৫টি আসন ও.বি.সি মহিলা, এবং ৪৮ টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে স্তরেও আসন সংখ্যা বেড়েছে। ২০১৮-র ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ৬৪টি গ্রাম পঞ্চায়েতে যেখানে আসন সংখ্যা ছিল ৯৭২ যা বেড়ে হলো ১১৬৪টি।
আরও পড়ুন – দিলীপ বাবুর কাছে যেটি হাতি তৃণমূলের কাছে সেটি মশাঃ কুনাল
অর্থাৎ ১৯২টি আসন বেড়েছে। জানা গেছে গ্রাম পঞ্চায়েতের স্তরের ১১৬৪টি আসনের মধ্যে ৬৪১টি আসন তপশিলী জাতি, তপশিলী উপজাতি এবং ও.বি.সি-র জন্য সংরক্ষিত। সবমিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন আনুমানিক মাস কয়েক দেরী থাকলেও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আসন পুর্নবিন্যাসের খসড়া প্রকাশ হতেই দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চায়েত ভোটের দামামা কার্যত বেজে গেল বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।