বাড়িতেই নিজের জন্মদিন পালন করছেন সৌরভ গাঙ্গুলি

বাড়িতেই নিজের জন্মদিন পালন করছেন সৌরভ গাঙ্গুলি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোলকাতা:- দাদাগিরি ২৫ বছর পার হয়ে গেল আজকের এই দিনটাতে ! অবশ্যই ৪৯ তে পা রাখলেন রয়েল বেঙ্গল টাইগার আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী! মহারাজ মানি দাদাগিরি, এক হার না মানা মানসিকতা, অনবদ্য উদ্দাম সাহসিকতার জলন্ত আগুন! তিনি কোনদিনই হারতে জানেন না! তিনি বারেবারে নিজেকে প্রমাণ করেছে নিজের কাছে ফিনিক্স পাখির মতো পুনরায় ফিরে আসছে! ভারতীয় ক্রিকেটের ইতিহাসটাই বদলে দিয়েছে তার এই অদম্য মানসিকতায়।

ক্রিকেট ময়দানে তিনি নিজের ডাকনাম কে পরিচিত করেছে মহারাজের উপায় তিনি আসল মহারাজ সেটা সর্বজনবিদিত! তিনি যে অসাধারণ সেনাপতি ক্রিকেট প্রশাসক থেকে ক্রিকেট ময়দানে বারেবারে সেটা প্রমাণ হয়েছে করেছে নিজেই! তিনি একেকটি ক্রিকেট যোদ্ধাকে নিজের হাতে সাজিয়ে তুলেছিলেন ক্রিকেট ময়দানে ! আজ চন্ডীমঙ্গল ভবনে জন্মতিথি উৎসব মহাসমারোহে পালন করা হলো সৌরভ গাঙ্গুলীর! সাধারণত তিনি ব্যস্ত থাকেন বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে ও অন্যান্য কর্মকাণ্ডের জন্য খুব একটা বাড়িতে থাকে না! কিন্তু এই করো না আবহে কালে তিনি ইদানিং বাড়িতেই আছেন খোশমেজাজে! তাই বাড়িতেই এবছর জন্মদিন পালন করা হচ্ছে অন্য মেজাজে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top