
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৪ মার্চ,মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে। ফকির শেখ নামে এক ব্যাক্তির বাড়িতে শৌচালয়ের জন্য কুয়ো খুঁড়ছিলো জাকির শেখ। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তাকে বাঁচাতে বাড়ির মালিক কুয়োয় নামেন। সেও অসুস্থ হয়ে পড়ে। এরপর লিয়াকত শেখ নামে অপর একজন তাদের বাঁচাতে গেলে সেও বিষাক্ত গ্যাসে জ্ঞান হারায়।এর পর স্থানীয় মানুষজন তিন জনকে কুয়ো থেকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। মৃত দেহ তিনটি ময়না তদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা স্থলে পৌঁছেছে মন্তেশ্বর থানার পুলিশ।



















