নিজস্ব সংবাদদাতা ১ ডিসেম্বর ২০২০আসানসোল: বাড়িতে না থাকার সুযোগে মহিশীলায় তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশীলা অরবিন্দ পল্লীতে ৷

ওই পাড়ার বাসিন্দা আরতী সাহা ও তার স্বামী কল্যাণ সাহা বিয়ে বাড়ির কারণে গত দুদিন ধরে টাটায় রয়েছেন ৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা সোমবার গভীর রাতে ঘরের তালা ভেঙে চুরি করে চম্পট দেয় ৷ সকালে প্রতিবেশীরা বাড়ির সদর দরজা ভাঙা দেখে পুলিশে খবর দেয় ৷ পরে পুলিশ এলে দেখা যায় বাড়ির দুটি দরজা ভাঙা ও আলমারি ভেঙে জিনিষপত্র লণ্ডভণ্ড করা হয়েছে ৷ তবে কি কি চুরি গিয়েছে তা এখনি বলা সম্ভব হচ্ছেনা ৷ বাড়ির মালিক আরতী সাহা ও কল্যাণ সাহাকে খবর দেওয়া হয়েছে ৷ তারা এর মধ্যেই টাটা থেকে রওনা হয়েছেন বলে খবর ৷ তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷তবে স্থানীয়রা জানান যে এই এলাকায় বাইরের ছেলেদের যাতায়াত রয়েছে !প্রায়শই আড্ডা লেগে থাকে।