বাড়ির উঠোনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ব্যক্তির। খুনের অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম রতন বণিক (৪০)।পেশায় কাঠ মিস্ত্রি।একইসঙ্গে গাড়ির খালাসীর কাজও করতেন তিনি। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি বাড়িভাসা এলাকায়।
জানা গিয়েছে মঙ্গলবার সকালে বাড়ির উঠোনে মৃতের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখতে পান তার স্ত্রী। তার বুকে ও ডান হাতে রয়েছে ক্ষতের চিহ্ন। বাড়ি ভাষা এলাকায় মৃতের শশুড়বাড়ি। সেখানেই চার ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন কাঠ মিস্ত্রী রতন।
আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
অতিরিক্ত নেশা করাকে কেন্দ্র করে ছয় মাস যাবত স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল। স্ত্রী বাড়িতে ঢুকতে না দেওয়ায় জলপাইমোড়ে সাম্প্রতিককালে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তবে এদিন তার শ্বশুরবাড়ির উঠোনেই মেলে তার মৃতদেহ। পরিবারের অভিযোগ রতন কেউ তাকে খুন করে ফেলে রেখে গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
দেহের ডান হাত এবং বুকের অংশে ক্ষত চিহ্ন রয়েছে। সেই ক্ষত কিভাবে এসেছে মৃতের শরীরে তা ধরেই মৃত্যুর রহস্যভেদে নেমেছে পুলিশ। কারন পুলিশের প্রাথমিক অনুমান শরীরে যে ক্ষতের চিহ্ন রয়েছে তা সাধারণত গাড়ি থেকে পড়ে গেলে অথবা ভারী কিছুর আঘাতে হয়ে থাকতে পারে।
তবে বাইরের চোট কতটা গুরুতর? সে কারনেই কি মৃত্যু হলো ব্যাক্তির তা ময়নাতদন্তের রিপোর্ট হাত মিললে বোঝা সম্ভব হবে। তদন্তের স্বার্থে ওই এলাকা গতিবিধি উপর নজর রাখছে পুলিশ।সোমবার রাতে ঠিক কি হয়েছিল রতনের সঙ্গে?শেষ কোথাও গিয়েছিল সে এসবটাই খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের নজর রয়েছে পরিবারের উপরও। এ বিষয়ে এসিপি ইস্ট শুভেন্দু কুমার জানান পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।