নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৫ জানুয়ারি, বাড়ি দখল নিয়ে অ্যাসিড হামলা করল দখলদারি মহিলা। অ্যাসিড হামলায় আক্রন্ত তিন মহিলা। এদের কারো পা পুরে গেছে,আবার কারো গা হাত পা জ্বালা করছে।আক্রান্তদের নাম নিতু বিবি(৪০),আজিবা বিবি(৫৩) এবং হুসেনারা বিবি( ৩৮)।ঘটনাটি ঘটেছে, কাঁচরাপাড়ার পাল্লাদা এলাকায়।
প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের। অভিযুক্ত মহিলা অনিমা সরকার কে বিজপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, এক বছর আগে স্থানীয় বাসিন্দা প্রভাস সরকারের কাছ থেকে কল্যানি রোড লাগোয়া পাল্লাদহ এলাকায় বাড়িটি কিনেছিলো জাকির মন্ডল। এরপরে কিছুতেই তার দখল পাচ্ছিলো না জাকির ও তার পরিবার। এদিন সেই বাড়ি দখল নিতে গেলে পুরানো মালিকের ডিভোর্সি স্ত্রি অনিমা সরকার অ্যাসিড ছুড়ে মারে জাকির-এর স্ত্রি ও তার পরিবার কে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অভিযুক্তকে আটক করে।



















