নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ১৪ জানুয়ারি, আমডাঙা থানার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের শশীপুর এলাকায় গতকাল রাতে বাবা ছেলে বাইকে করে বাড়ি ফেরার পথে গুলি করে খুনের চেষ্টা করা হয়।জানা গিয়েছে, বাবা ইছাহকের মুখে ও পেটে চার পাঁচ রাউন্ড গুলি লাগে।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
সূত্রের খবর, সোমবার রাতে হামিদপুর বাজার থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে নোয়াপাড়া এলাকায় রাজমিস্ত্রি ঠিকাদার ও ছেলেকে লক্ষ করে দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়। চার পাঁচ রাউন্ড গুলি লাগে বাবা ইছাহকের। গুলির শব্দে ছুটে আসে এলাকার লোকজন, তারাই উদ্ধার করে প্রথমে আমডাঙা হাসপাতাল তারপর কলকাতা আর জি হাসপাতালে ভর্তি করে। পরিবারের দাবি, তাঁদের তেমন কোনও শত্রু ছিল না, কে বা কারা কি কারণে গুলি চালালো তার তদন্তে আমডাঙা থানার পুলিশ।