নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৯ ই আগস্ট : শুক্রবার সকালে দুর্গাপুরে বিধাননগর হাউসিং আবাসনের এস ব্লকের একটি বাড়ীতে ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করলো পাড়ারই এক যুবক.অভিযুক্তের নাম রঞ্জিত পান্ডে.সং যুক্তা মুখার্জী নামে ঐ গৃহবধূকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে.শুক্রবার সকাল ছয়টা বেজে দশ মিনিট নাগাদ বিধাননগরের এস ব্লকের 318নম্বর বাড়ীতে এসে দরজার কড়া নাড়ে রঞ্জিত, কাজের মেয়ে ভেবে দরজা খুলতেই এলোপাতাড়ি ছুরি চালাতে থাকে আর ব্লকের বাসিন্দা অভিযুক্ত রঞ্জিত পান্ডে.মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হন সংযুক্তার বাবা ও মা.রক্তাত্ব অবস্থায় সংযুক্তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে.গোটা ঘটনায় বিধাননগর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে.স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যেভাবে অভিযুক্ত ঐ মহিলাকে শরীরের বিভিন্ন অংশে ছুরি মেরে বিন্দাস রক্তমাখা সেই ছুরি নিয়ে তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে হেঁটে বেড়িয়ে গেল তাতে এই এলাকায়
এখন থাকাটাই তো ঝুঁকিবহুল.অভিযুক্ত রঞ্জিত পান্ডেকে পুলিশ গ্রেপ্তার করেছে.সংযুক্তা মুখার্জী নামে ঐ গৃহবধূ জানান, বছর ছয়েক আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল রঞ্জিত, কিন্তু সেই প্রস্তাবে রাজী না হওয়াতেই এই প্রতিহিংসা নিল রঞ্জিত, এমনকি বিয়ের পর একবছর তাকে নানাভাবে রঞ্জিত উত্যক্ত করতো বলে ঐ গৃহবধূর অভিযোগ, এমনকি জীবন দুর্বিসহ করে দেব বলেও হুমকি দিয়ে রেখেছিল অভিযুক্ত রঞ্জিত পান্ডে.হাসপাতালের বিছানায় শুয়ে সংযুক্তা মুখার্জী নামে গুরুতর জখম ঐ গৃহবধূ জানান, বাবার অসুস্থতার জন্য বাবার বাড়ীতে থাকতো সে, মঙ্গলবার সন্ধ্যেতে পাড়ার জল দাঁড়ানোর একটি সমস্যা নিয়ে এক কাউন্সিলারের বাড়ীতে তিনি গিয়েছিলেন,যখন তিনি কাউন্সিলারের বাড়ী থেকে বেরোচ্ছিলেন তখন রঞ্জিত তাকে ফলো করছিল .এরপর শুক্রবার সকালে ঘটে যায় এই ঘটনা.পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে.