ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু

ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিকল

ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু। বিশ্বকর্মা পুজোয় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের বিকট শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হলো হাওড়া জেলার  বেলুড়ের বাসিন্দা এক কিশোরের। নিজেদের বাড়ির ছাদেই সে ঘুড়ি ওড়াচ্ছিল।

 

হঠাৎই বাড়ির কাছাকাছি কোথাও বাজ পড়ে। তার শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় জিৎ হাজরা ওরফে রাজ নামের ওই কিশোরের। বেলুড়ের লালাবাবু শায়র রোডের ওই ঘটনায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে নিজেদের ৩ তলা বাড়ির চিলে ছাদে ঘুড়ি ওড়ানোর সময় আচমকা প্রচন্ড শব্দে একটি বাজ পড়ে খুব কাছাকাছি এলাকায়।

 

আর ও  পড়ুন    ‘টুম্পা সোনার’ পর এবার পুজো কাঁপাতে আসছে ‘ময়না’

 

সেই শব্দ ও আলোর ঝলকানিতে ছাদেই পড়ে যায় ওই কিশোর। তাকে প্রথমে বেলুড় শ্রমজীবী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে হাওড়া গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত ঘোষণা করা হয় ওই কিশোরকে। এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রুপালি হালদার জানান, বিশ্বকর্মা পুজোর জন্য এদিন সকালে তিনজন ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল।

 

হঠাৎই খুব জোরে বাজ পড়ে। সঙ্গে সঙ্গে আমরা বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়ি। বেরিয়ে দেখা যায় বাকি ছেলেরা ছাদ থেকে নেমে পড়লেও জিৎ সেখান থেকে নামতে পারেনি। বজ্রাঘাতে সে গুরুতর আহত হয়। জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

উল্লেখ্য,বিশ্বকর্মা পুজোয় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের বিকট শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হলো হাওড়া জেলার  বেলুড়ের বাসিন্দা এক কিশোরের। নিজেদের বাড়ির ছাদেই সে ঘুড়ি ওড়াচ্ছিল।হঠাৎই বাড়ির কাছাকাছি কোথাও বাজ পড়ে। তার শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় জিৎ হাজরা ওরফে রাজ নামের ওই কিশোরের।

 

বেলুড়ের লালাবাবু শায়র রোডের ওই ঘটনায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে নিজেদের ৩ তলা বাড়ির চিলে ছাদে ঘুড়ি ওড়ানোর সময় আচমকা প্রচন্ড শব্দে একটি বাজ পড়ে খুব কাছাকাছি এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top