মায়ানমার : নিজের বিকিনি পরা ছবি ফেসবুকে পোস্ট করার ‘অপরাধে’ এক চিকিৎসকের লাইসেন্স কেড়ে নেওয়া হল! ভারতে নয়, ঘটনাটি ঘটেছে মায়ানমারে।
মায়ানমারের বছর উনত্রিশের সুন্দরী তরুণী ন্যাং মে স্যান পাঁচ বছর ধরে সে দেশে ডাক্তারি করছেন। পেশায় চিকিত্সক হলেও ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের নানা রকমের ছবি পোস্ট করতে ভালবাসেন ন্যাং স্যান। আর না বললেই নয়, তাঁর ছবিগুলি বেশ সাহসী বা বোল্ড। কখনও স্বচ্ছ পোশাকে, তো কখনও সুইমিং কস্টিউমে বা অন্তর্বাসে সোশ্যাল মিডিয়ায় নিজেকে সামনে এনেছেন তিনি। এ বারও তেমন ভাবেই নিজের বিকিনি পরা ছবি ফেসবুকে পোস্ট ন্যাং স্যান। আর তাতেই চটেছে সে দেশের সরকার। শাস্তি হিসেবে কেড়ে নেওয়া হয়েছে তাঁর লাইসেন্স। ন্যাং স্যানের মতে, তিনি যখন রোগী দেখেন, তখন মোটেই খোলামেলা পোশাক পরেন না। তাই পেশার বাইরে ব্যক্তিগত জীবনে তাঁর পছন্দের পোশাকের জন্য কেন তাঁর লাইসেন্স কেড়ে নেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ন্যাং স্যানের মতে, তাঁর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।
বিকিনি পরা ছবি ফেসবুকে পোস্ট,কেড়ে নেওয়া হয়েছে চিকিৎসকের লাইসেন্স
বিকিনি পরা ছবি ফেসবুকে পোস্ট,কেড়ে নেওয়া হয়েছে চিকিৎসকের লাইসেন্স
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram