নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৩ মার্চ, সোমবার বিকেল ৫টা থেকেই রাজ্য লকডাউন (lockdown)।গতকাল জনতা কার্ফিউতে সাড়া দিয়েছিল গোটা দেশবাসী। আজ অর্থাৎ সোমবার সকাল থেকে ভিড় জমেছে রাস্তায়।যারা কর্মসূত্রে বা অন্য যেকোনও কারণে বাড়ির বাইরে ছিলেন তাঁদের বাড়ি ফেরার জন্য বরাদ্দ সময় সোমবার সকালটুকুই। গতকাল থেকেই বন্ধ হয়ে গিয়েছে রেল পরিষেবা তাই এখন বাস ভরসা।সেই বাস বা ট্যাক্সি ধরতে ভিড় জমেছে ধর্মতলা চত্বরে।আগেই ঘোষণা করা হয় ঘিঞ্জি এলাকা এড়িয়ে চলতে কিন্তু আজ রাস্তার ভিড় করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে বলেই মনে করা হচ্ছে।
কাল থেকে মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হবে। সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার জেরে প্রবল সমস্যার পড়তে হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মসংস্থান বা পড়াশোনার জন্য কলকাতায় বসবাসকারীরা। প্রতিদিনের ন্যায় সোমবার সকাল থেকে রাস্তায় বাসেরও সংখ্যা খুবই কম। স্বাভাবিকভাবেই সাত সকালে রাস্তায় বের হলেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের।কোনওক্রমে একটি বাস মিললে তাতেই ঝুলন্ত অবস্থাতেই গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন সকলেই। কিন্তু যে সংক্রমণ ঠেকাতে এই লকডাউনের সিদ্ধান্ত এদিনের ভিড় দেখে তা আদৌ কতটা কার্যকর তা ভাবাচ্ছে সকলকে।