ভাইরাল – উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এক নজিরবিহীন ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় আইনজীবীদের বিক্ষোভ শান্ত করতে কান ধরে ওঠবস করলেন সদ্য যোগ দেওয়া মহকুমাশাসক রিঙ্কু সিংহ রাহি। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে প্রশাসনিক মহল থেকে নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাওয়ায়নে মহকুমাশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এলাকায় পরিদর্শনে বেরিয়েছিলেন রিঙ্কু সিংহ রাহি। সেখানে এক ব্যক্তিকে শৌচালয়ের বাইরে মলত্যাগ করতে দেখে ক্ষিপ্ত হয়ে তাঁকে কান ধরে ওঠবস করতে বলেন। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, সরকারি প্রাঙ্গণে আবর্জনা ফেলতে দেখলেও একই শাস্তি দেওয়া হবে।
এরপরই স্থানীয় আইনজীবীরা জনসমক্ষে অপমানের অভিযোগ তুলে বিক্ষোভে নামেন এবং আইএএস অফিসারের ক্ষমা দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সামনে হাজির হয়ে হাতজোড় করে ক্ষমা চান রিঙ্কু। শান্তি বজায় রাখার স্বার্থে আইনজীবীদের সামনেই কান ধরে ওঠবসও করেন তিনি।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ আইএএস অফিসারের পদক্ষেপের সমালোচনা করলেও, অন্যরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামলানোর জন্য তাঁর প্রশংসা করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি সাংবাদিক সচিন গুপ্তের এক্স (X) হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে।
