তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি,বিক্ষোভে সামিল বাম

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি,বিক্ষোভে সামিল বাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতি,বিক্ষোভে সামিল বাম । দিনমজুরদের জন‍্য কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের প্রকল্পে লাগামহীন দুর্নীতি চলছে মালদা জেলার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত গুলিতে। কাজ না করেই শাসকদলের পঞ্চায়েত সদস‍্যরা নিজেদের আত্মীয় জবকার্ডের কাজের মাষ্টাররোল করছে। ফলে কাজ থেকে বঞ্চিত থাকছে প্রকৃত গরীব শ্রেণির শ্রমিরা। এলাকায় কাজ না পেয়ে তারা ছুটছে ভিনরাজ‍্যে। এই অভিযোগ তুলে পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি ঠেকাতে আন্দোলনে নেমেছে বাম সংগঠন।

 

দলীয় সূত্রে খবর,মালদার জেলা ১৪৬ টি পঞ্চায়েতেই তারা আন্দোলনের মধ‍্য দিয়ে ডেপুটেশন জমা বিক্ষোভ অবস্থান করবে। পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মালদহের চাঁচল-১ নং ব্লকের তৃণমূল পরিচালিত মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বাইরে বাম পন্থী সংগঠন বিক্ষোভ দেখান। এদিন পঞ্চায়েত দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখান সিপিআইএমের নেতা কর্মীরা। নেতৃত্ব দিয়েছিলেন রাজ‍্য সিপিআইএম কমিটির সদস‍্য জামিল ফিরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন মতিহারপুর অঞ্চল সিপিআইএম কমিটির আহ্বায়ক সানাউল্লাহ খাঁন সহ শতাধিক বাম নেতা কর্মীরা। সরকারি প্রকল্পে লাগামহীন দুর্নীতি বন্ধের দাবিতে দীর্ঘক্ষন চলে বিক্ষোভ।

আরও পড়ুন – দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর খুলছে স্কুল, জারি একাধিক স্বাস্থ্যবিধি

পুলিশ ঘটনাস্থলে মোতায়েন থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখে। বিক্ষোভের পর পাঁচজনের প্রতিনিধি দল তাদের দাবিপত্রের স্মারক লিপি তুলে দেওয়া হয় প্রধানের হাতে। মতিহারপুর অঞ্চল সিপিআইএম কমিটির আহ্বায়ক সানাউল্লাহ খাঁন বলেন, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত গুলি দুর্নীতির আতুড়ঘর হয়ে উঠেছে মতিহারপুর ব্যতিক্রম নয়। পঞ্চায়েত গুলিতে দুর্নীতিমুক্ত করতে আমাদের এই আন্দোলন।

 

উল্লেখ্য, দিনমজুরদের জন‍্য কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের প্রকল্পে লাগামহীন দুর্নীতি চলছে মালদা জেলার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত গুলিতে।কাজ না করেই শাসকদলের পঞ্চায়েত সদস‍্যরা নিজেদের আত্মীয় জবকার্ডের কাজের মাষ্টাররোল করছে।ফলে কাজ থেকে বঞ্চিত থাকছে প্রকৃত গরীব শ্রেণির শ্রমিরা।এলাকায় কাজ না পেয়ে তারা ছুটছে ভিনরাজ‍্যে। এই অভিযোগ তুলে পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি ঠেকাতে আন্দোলনে নেমেছে বাম সংগঠন। দলীয় সূত্রে খবর,মালদার জেলা ১৪৬ টি পঞ্চায়েতেই তারা আন্দোলনের মধ‍্য দিয়ে ডেপুটেশন জমা বিক্ষোভ অবস্থান করবে। বিক্ষোভে সামিল

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top