নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ৫ই ডিসেম্বর :পুলিশ বিনা প্ররোচনায় বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থেকে নামিয়ে বেশ কয়েকজন বেসরকারি বাস শ্রমিককে তুলে নিয়ে যাওয়ায় বিক্ষোভ হরতালে সামিল হল মুর্শিদাবাদ ডিস্টিক্ট মোটর্স ট্রান্সপোর্ট ওয়ারর্কাশ ইউনিয়নের সদস্যরা।
বুধবার দুপুরে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজন বাস শ্রমিককে পুলিশ কোন কারন ছাড়ায় থানায় নিয়ে যেতে যায় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অন্যান্য বাস শ্রমিককেরা, এতেই উত্তেজনা ছড়ায় বাসস্ট্যান্ড চত্বরে। এরপরই আটকে রাখা বাস শ্রমিককে ছেড়ে দেওয়ার দাবীতে যাত্রী নামিয়ে হরতাল শুরু করে মুর্শিদাবাদ ডিস্টিক্ট মোটর্স ট্রান্সপোর্ট ওয়ারর্কাশ ইউনিয়নের সদস্যরা।
পুলিশ ধৃতদের ছেড়ে দিলে প্রায় ১ ঘন্টা পর বিক্ষোভ তুলে নেয় বাস শ্রমিকেরা। এর জেরে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে বেসরকারি বাস পরিষেবা। পরে এই ঘটনার পরিপেক্ষিতে বহরমপুর থানার আই সি এই বিষয়ে আগামী শনিবার শ্রমিকদের সাথে বৈঠক করার কথা বললে বিক্ষোভ উঠে যায় এবং সাভাবিক হয় বেসরকারি পরিষেবা।