নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ৩রা ডিসেম্বর : ১৯শে জানুয়ারী তৃনমূল সুপ্রিমো মমতা বন্ধ্যোপাধ্যায়ের ডাকে বিগ্রেড সভার আগে প্রস্তুতি সভার আয়োজন করল কৃষ্ণনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা
সোমবার কৃষ্ণনাথ কলেজ ক্যাম্পাসে এই সভায় সামিল হন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপরি ভীষ্মদেব কর্মকার সহ অন্যান্য নেতৃত্ব। এদিন এই সভায় ভীষ্মদেব কর্মকার জানান আমরা ব্রীগেড সমাবেশকে সামনে রেখে জেলার কলেজ গুলিতে এবং ব্লকে বক্লে সভা করছি যাতে ব্রীগেডের সভায় এই জেলা ছেলে বহু ছাত্র ছাত্রী জেতে পারে।