
স্টেশন মাস্টারের পোশাক পরে ট্রেনের কেবিনে বসে রয়েছেন সলমন খান। ‘বিগ বস’-এর ১৩ তম সিজনের প্রোমো শুটিংয়ের জন্য স্টেশন মাস্টারের বেশে অবতারণ সলমন খানের। শনিবারই প্রকাশ্যে এল বহু প্রতীক্ষীত সেই রিয়ালিটি শোয়ের টিজার। দুরন্ত গতিতে চলেছে ট্রেন। স্টেশন মাস্টার নিজস্ব কেবিনে বসে অনর্গল ঘোষণা করেই চলেছেন। তবে, এ ঘোষণা পরবর্তী কোনও ট্রেনের জন্য নয়। বরং ‘স্টেশন মাস্টার’ সলমনের আগামী শো নিয়ে। কেমন হতে চলেছে ‘বিগ বস’-এর নয়া সিজন? একেবারে নিজস্ব স্টাইলে অভিনব ভঙ্গিতে জানালেন সলমন- “ইয়ে সিজন হ্যায় মেরা, বহত হি টেরা
https://twitter.com/ColorsTV/status/1165289290181443584



















