বিনোদন – টলিউড হোক বা বলিউড—তারকাদের সম্পর্কের উত্থান-পতন সবসময়ই চর্চার কেন্দ্রে থাকে। সম্পর্ক তৈরি হোক কিংবা ভাঙন, সোশ্যাল মিডিয়ায় তা মুহূর্তের মধ্যেই রসালো গসিপে পরিণত হয়। টলিউডেও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি ঠিক এমনই জল্পনার কেন্দ্রে উঠে এসেছিলেন অভিনেতা উদয় প্রতাপ সিংহ ও অনামিকা চক্রবর্তী। ২০২৩ সালে সকলের চোখের আড়ালে গোপনে বিয়ে করলেও, দু’বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে স্টুডিও পাড়ায়।
চর্চার আগুনে ঘি ঢালে অনামিকার সোশ্যাল মিডিয়া পদক্ষেপ। নিজের প্রোফাইল থেকে উদয়ের সঙ্গে তোলা সমস্ত ছবি ডিলিট করতেই গুঞ্জন তুঙ্গে ওঠে। স্টুডিও পাড়ায় কানাঘুষো শুরু হয়—তাঁদের দাম্পত্যে নাকি তুমুল অশান্তি চলছে। যদিও উদয়ের সোশ্যাল মিডিয়ায় অনামিকার সঙ্গে একাধিক ছবি তখনও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সেই থেকেই নানা রকম জল্পনা—কেউ বলছিলেন, উদয়ের পেশাগত সাফল্য নাকি মেনে নিতে পারছেন না অনামিকা, আবার কেউ বলছিলেন, দাম্পত্যে চির ধরেছে গভীর মতবিরোধে।
এই পরিস্থিতিতে এতদিন নীরবই ছিলেন ‘পরিণীতা’ ধারাবাহিকের জনপ্রিয় নায়ক উদয় প্রতাপ সিং। তবে অবশেষে বড়দিনে সমস্ত জল্পনায় কার্যত ইতি টানলেন তিনি। ক্রিসমাসের দিন অনামিকার সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান উদয়। আলাদা করে কিছু না বললেও, সেই ছবিই স্পষ্ট করে দেয়—তাঁদের সম্পর্ক একেবারেই ঠিকঠাক আছে এবং ডিভোর্সের কোনও প্রশ্নই নেই।
উদয়-অনামিকাকে ফের একসঙ্গে দেখে খুশি তাঁদের অনুরাগীরাও। কমেন্টবক্স ভরে ওঠে ভালোবাসা আর শুভেচ্ছায়। উল্লেখ্য, প্রায় আড়াই বছরের প্রেমের পর ২০২৩ সালের জুন মাসে বিয়ে করেন এই তারকা জুটি। বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ান চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করছেন উদয় প্রতাপ সিং। এর আগে ‘কী করে বলব তোমায়’, ‘মিঠাই’, ‘নিম ফুলের মধু’-র মতো জনপ্রিয় মেগাতেও তাঁকে দেখা গেছে।
অন্যদিকে অনামিকা চক্রবর্তীও ছোট পর্দার পরিচিত মুখ। ‘এখানে আকাশ নীল’, ‘উড়ন তুবড়ি’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘লালকুঠি’, ‘ফাগুনের মোহনা’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি কয়েকটি ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছে। সব মিলিয়ে, আপাতত বিচ্ছেদের গুঞ্জন ভুল প্রমাণ করে ভালোবাসার বার্তাই দিল উদয়-অনামিকার বড়দিনের পোস্ট।




















