উত্তর ২৪ পরগনা:- ব্যারাকপুর মহকুমার নৈহাটি থানার নৈহাটি পৌরসভার ১১ নং ওয়ার্ডের অন্তর্গত ৭/সি নং বিজয়নগরের একটি পুকুরে ভাসতে দেখা গেলো ৮০ ঊর্ধ্ব বয়স্ক মহিলার মৃতদেহ।

মৃত বয়স্ক মহিলার নাম আরতী রানী বিশ্বাস। তিনি ওই এলাকার বাসিন্দা। প্রতিবেশীরা জানান প্রতিদিনের মত আজ সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন আরতী দেবী। তারপরেই ভেসে থাকতে দেখা যায় স্থানীয় একটি পুকুরে । আত্মহত্যা না খুন সেটা তদন্ত করছে নৈহাটি থানার পুলিশ।
তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশকিছুদিন ধরেই লকডাউন এর জেরে মানসিক অবসাদে ভুগছিলন মৃত আরতী রানী বিশ্বাস । নৈহাটি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।