বিজয়া সম্মিলনী মঞ্চে শুভেন্দুকে আক্রমণ, “তোমার বাবার জন্ম সার্টিফিকেট দেখাও”—সুদীপ লাহা

বিজয়া সম্মিলনী মঞ্চে শুভেন্দুকে আক্রমণ, “তোমার বাবার জন্ম সার্টিফিকেট দেখাও”—সুদীপ লাহা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মেদিনীপুর – পাঁশকুড়া ব্লকে তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চে তৃণমূল মুখপাত্র সুদীপ লাহা শুক্রবার সর্বমহলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বক্তব্য রাখেন। মঞ্চ থেকে তিনি বলেন, “তোমার বাবার জন্ম সার্টিফিকেট আগে দেখাও; না দেখাতে পারলে বাংলাদেশ চলে যাও।” সুদীপ লাহা আরও বলেন, “বিজেপির জন্ম ১৯৭৮-এর পরে, তাই SIR করে তাড়াতে হলে আগে বিজেপিকেই তাড়াতে হবে।”

সুদীপের আক্রমণাত্মক বাক্যবাণীর মধ্যে তিনি শুভেন্দুকে জমিজুড়ে রাজনৈতিক হুমকিও দেন—“শুভেন্দু অধিকারীর নতুন নাম হাম্পিং ডাম্পিং”—এবং দাবি করেন পূর্ব মেদিনীপুরে যেখানে-ই দাঁড়াবেন তিনি, সেখানে তাঁকে হারানো হবে। তিনি বলেন, ২০২৬ সালের রাজনীতি লক্ষ্য করে পূর্ব মেদিনীপুরে বিজেপির ফ্ল্যাগের লোক করা যাবে না; এজন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করা হবে।

সুদীপ লাহা আরও বলেন, “বাংলায় যদি NRC বা SIR-জাতীয় বিষয় বাস্তবায়িত হয়, তা হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন”—এই ব্যঞ্জনার মধ্যেই তিনি দাবি করেন গতকাল এক কোটি নাম বাতিলের কথাও কৌতুক হিসেবে তুলে ধরেন। তাঁর বক্তব্যে স্থানীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায়।

সুদীপের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তর্ক তীব্র হয়েছে। বিজেপি-পক্ষে ও শুভেন্দু অধিকারীর শিবিরে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রত্যাশিত; তদনুযায়ী রাজ্যের রাজনীতিতে পাল্টাপাল্টি মন্তব্য ও চাপানউতোরের সম্ভাবনা রয়েছে। পাঁশকুড়ার বিজয়া সম্মিলনী উপলক্ষে মঞ্চ থেকে করা এ ধরনের মন্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top