বিজয় হাজারেতে সেঞ্চুরির কাছে গিয়েও থামলেন কোহলি, ৭৭ রানে হাতছাড়া হল শতরান

বিজয় হাজারেতে সেঞ্চুরির কাছে গিয়েও থামলেন কোহলি, ৭৭ রানে হাতছাড়া হল শতরান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – বিজয় হাজারে ট্রফিতে আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেই শুরু দেখেই অনেকের ধারণা ছিল, দক্ষিণ আফ্রিকা সিরিজের মতো ঘরোয়া ক্রিকেটেও পরপর দু’টি ম্যাচে সেঞ্চুরি হাঁকাবেন কিং কোহলি। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হল না। শতরানের একেবারে কাছাকাছি গিয়েও ৭৭ রানে থামতে হল তাঁকে। আরেকটি সেঞ্চুরি হাতছাড়া হল ভারতীয় তারকার।
শুক্রবার সকালে গুজরাটের বিরুদ্ধে দিল্লির হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন কোহলি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। মাত্র ৬১ বলে ৭৭ রান করেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার এবং একটি ছক্কা। ২৯ বলেই অর্ধশতরান পূরণ করেন তিনি। ধীরে ধীরে শতরানের দিকে এগোলেও শেষ পর্যন্ত আর সেই মাইলফলক ছোঁয়া হয়নি।
বিশাল জয়সোয়ালের বলে স্টাম্প আউট হয়ে ইনিংস শেষ হয় কোহলির। স্টাম্পিং করেন উর্বিল পটেল। শতরান না পেলেও এদিনও কোহলির ব্যাটিং ছিল যথেষ্ট আক্রমণাত্মক। ১২৬.২৩ স্ট্রাইক রেটে রান করে ফের নিজের ফর্মের বার্তা দেন তিনি।
উল্লেখ্য, বুধবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে আগের ম্যাচে কোহলি করেছিলেন ১০১ বলে ১৩১ রান। সেই ইনিংসে ছিল ১৪টি চার ও তিনটি ছক্কা। ১২৯.৭০ স্ট্রাইক রেটে খেলে কোহলির শতরানের ভর করেই মাত্র ৩৭.৪ ওভারে ২৯৮ রান তুলেছিল দিল্লি।
অন্যদিকে শুক্রবারের ম্যাচে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। ক্রিজে নেমে শূন্য রানে আউট হয়ে যান তিনি। আগের ম্যাচে শতরান করলেও এদিন আর রান পাননি হিটম্যান। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দুই তারকার লক্ষ্য এখন ২০২৭ সালের বিশ্বকাপ। সেই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ঘরোয়া ক্রিকেটে খেলছেন রোহিত ও কোহলি। মাঠে নেমে ‘রো-কো’ বুঝিয়ে দিচ্ছেন, বয়স বাড়লেও ব্যাটে ভেলকির খামতি নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top