বিজেপিকে তীব্র আক্রমণ কেসিআর কন্যার। গতকাল চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইডি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নাকি জড়িত রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা। ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি নাকি ২ বার এই ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে ফোন করেছেন। তবে কেসিআর কন্যার দাবি তিনি এমন কোনও ব্যক্তিকে চেনেন না এবং তাঁদের নাম পর্যন্ত জানেন না। যাঁদের কবিতা ফোন করেছেন বলে দাবি করেছে ইডি।
ইতিমধ্যেই কেজরিওয়াল সরকারকে চরম হেনস্থার শিকার হতে হয়েছে এই আবগারি দুর্নীতি মামলায়। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে ইডি-সিবিআই হানা হয়েছে। তাঁকে গ্রেফতারির হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ইডির কথা শোনার পর কেসিআর কন্যার বাড়ির সামনে জমায়েত করেছিলেন তাঁর অনুগামী। নেত্রীকে অপমান করা হয়েছে অভিযোগ করে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন তাঁরা। তাঁদের আশ্বস্তি করে টিআর এস কাউন্সিলর কবিতা বলেছেন, এখন দেশের প্রতিটা শিশু জানে যে ভোট মুখী রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী মোদী আসার আগে ইডি আসে। তিনি বিজেপিকে তীব্র নিশানা করে বলেছেন, ৮ বছর আগে মোদী সরকার নির্বাচিত হয়ে এসেছেন।
আরও পড়ুন – বিএসএফের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
তারপর থেকে ৯টি রাজ্যে গণতান্ত্রিক উপায়ে জিতে আসা সরকারকে কৌশলে পতন ঘটিয়ে নিজেদের সরকার গড়েছে বিজেপি। তেলেঙ্গানাতেও সেটা করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ক্ষুদ্র রাজনীতি করছে বিজেপি অভিযোগ করেছেন টিআরএস নেত্রী। তিনি বলেছেন বিজেপি যেটা করতে চাইছে সেটা করতে পারবে না। তবে ইডি রাজ্যে এসে তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হবে বলে বার্তা দিয়েছেন নেত্রী।
তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী আমাদের জেলে ভরতে পারে কিন্তু আমরা জেলে থেকেও মানুষের উন্নয়নের কাজ করে যাব আর বিজেপির চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াব। তেলেঙ্গানার মানুষের সঙ্গে তিনি যে ষড়যন্ত্র করথেন তা প্রকাশ্যে এনে ছাড়ব’। তীব্র আক্রমণ