নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২রা সেপ্টেম্বর : বিজেপির অবরোধে উত্তপ্ত দত্তপুকুরের জয়পুর এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ পাথর বৃষ্টি দুই পক্ষের আহত দশ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
গতকাল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ উপর হামলার প্রতিবাদে বিজিপি ব্যারাকপুর লোকসভা এলাকায় ১২ ঘন্টা বনধের ডাক দেয় । ব্যারাকপুর লোকসভার দত্তপুকুর থানার যশোর রোডের জয়পুর এলাকায় বিজিপি টায়ার ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ শুরু করে সেই সময় সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবরোধ তুলতে যায় সেই সময় দু পক্ষেরর মধ্যে পাথর বৃষ্টি হয় দু পক্ষের সংঘর্ষে আহত দশ থেকে বারো জন । অবরোধ কারিরা সেই সময় বেশ কয়েক টি সাধারণ পথচারী মানুষের বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ । পাল্টা তৃণমূল কংগ্রেস ও বিজিপির একটি পাটি অফিস ভাঙচুর ও একটি বাড়ি ও দুটি গাড়ি তে ভাঙচুরের করে বলে অভিযোগ ঘটনাস্থলে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে l