“বিজেপির একটাই পরিচয়—বাংলা বিরোধী”: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

“বিজেপির একটাই পরিচয়—বাংলা বিরোধী”: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – গত বছরের তুলনায় আরও জাঁকজমকপূর্ণ, আরও জনজোয়ারে ভাসল এবারের ২১ জুলাই। ঐতিহাসিক শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অর্থবল, কেন্দ্রীয় এজেন্সি, এমনকি পেগাসাসের মতো নজরদারি প্রযুক্তি ব্যবহার করেও বাংলায় জিততে পারেনি বিজেপি।

বক্তব্যে অভিষেক বলেন, “বিজেপির হাতে ইডি, সিবিআই, আয়কর, নির্বাচন কমিশনের মতো শক্তিশালী হাতিয়ার রয়েছে। এমনকি আমার ফোনেও পেগাসাসে আড়ি পেতেছে ওরা। তাও এ রাজ্যে বিজেপি সফল হয়নি। কারণ বাংলার মানুষ জানে, বিজেপি মানেই বাংলা বিরোধী শক্তি।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এদিন দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দেন তিনি। বলেন, “২০২৬-এর প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। এই লড়াই শুধু তৃণমূলের নয়, বাংলা ও বাঙালিয়ানার অস্তিত্ব রক্ষার লড়াই।”

এছাড়া স্মরণ করিয়ে দেন ২০২৪ সালের ১০ মার্চের ব্রিগেড সমাবেশের কথা। বলেন, “মাত্র এক সপ্তাহের নোটিসে ব্রিগেড ভরিয়ে দিয়েছিলাম আমরা। সেদিনই বলেছিলাম, বাংলা বিরোধী শক্তির বিসর্জন হবে। আমরাই প্রথম বিজেপিকে বাংলা বিরোধী বলেছিলাম, আজ গোটা রাজ্য সেই স্লোগানে গর্জে উঠেছে।”

২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে অভিষেকের এই আক্রমণাত্মক ভাষণে স্পষ্ট, আগামী দিনে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে। কেন্দ্র বনাম রাজ্যের এই দ্বন্দ্বে তৃণমূলের অবস্থান যে ‘বাংলা রক্ষা’-র মূলমন্ত্রে গাঁথা, তা বারবার মনে করিয়ে দিলেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top