নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,৪ ঠা আগস্ট :বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার কাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকা। ভাঙচুর বিজেপির পার্টি অফিস। in বিজেপির সূত্রে খবর, জেলার থানা ঘেরাও কর্মসূচি নিয়ে শনিবার মন্ডল কার্যালয়ে একটি বৈঠক ডাকা হয়। বিজেপি’র একাংশের অভিযোগ বিজেপির বিভিন্ন কর্মসূচিতে যে টাকা খরচ হয়েছিল তার হিসেব চাওয়া হয়েছিল নেতৃত্বের কাছে, রেক পয়েন্টের টাকারও হিসাব চাওয়া হয়।
পাশাপাশ সম্প্রতি এক বিজেপি নেতার বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে এলাকাবাসীদের বিহ্মোভ দেখানোর প্রসঙ্গও ওঠে মিটিং এ। আর তাতেই চটে বসে দলীয় নেতৃত্ব, এর পরেই বাধে বচসা। তা থেকে খণ্ডযুদ্ধ বেঁধে যায় দু’পহ্মের মধ্যে। ভেঙে দেওয়া হয় বিজেপি কার্যালয়ের আসবাবপত্র। দলীয় কার্যালয়ে লাইট বন্ধ করেই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। মারধর করা হয় মন্ডল সভাপতি ও অন্যন্য নেতাদের।
এই ঘটনায় আহত হয় মণ্ডল সভাপতি হরেরাম সিংহ, গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্বাড়িগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসক মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার পরামর্শ দেন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনায় বিজেপিকে তীব্র কটাহ্ম করেন এলাকার তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। তিনি বলেন, এটাই বিজেপির কালচার।