বিজেপির ডাকা বন্ধের বিরোধীতায় পথে নামলো মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সোমবার বিকেলে বহরমপুরে মিছিলে পা মেলালেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা সহ জেলা তৃণমূল নেতৃত্ব।
উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার রাজ্যে বন্ধের ডাক দিয়েছে বিজেপি। এই বন্ধকে সফল করতে বদ্ধ পরিকর বিজেপি রাজ্য নেতৃত্ব, অন্যদিকে এই বন্ধের বিরোধিতায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহুর্তে রাজ্যে নেই, তিনি শিল্প আনতে পারি দিয়েছেন বিদেশে আর সেই সময় এই বন্ধ ডাকায়, এখন রাজ্য সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে এই বন্ধ মোকাবিলা। এই বন্ধের বিরোধিতা করতে সারা রাজ্যের পাশাপাশি তৎপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বন্ধের বিরোধিতা করে এবং মঙ্গলবার সকলকে দোকান, বাজার খুলতে আবেদন রাখলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন এই বন্ধের বিরোধিতা করে বহরমপুর শহর জুরে একটি প্রতিবাদ মিছিলও করে শাসন দল।