বিজেপির তরফ থেকে বিক্ষোভ মিছিল ও জাতীয় সড়ক অবরোধ।। শনিবার বিকাল ৪ টা থেকে তুফানগঞ্জ2 নং ব্লকের ভানুকুমারী 2 নং অঞ্চলের জোড়াইমোড়ে ভারতীয় জনতা পার্টির কার্য্যালয়ের সামনে থেকে 32 নং মন্ডলের তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয় এই মিছিল বালাকুঠি হাইস্কুলের সামনে থেকে ঘুরে এসে জাতীয় সড়কে উপর বসে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা পরে বক্সিরহাট থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়।
32 নং মন্ডল সভাপতি প্রভাত বর্মন বলেন যে তারা গত পরশু রাতে কলকাতায় টেট উর্ত্তীন চাকরির প্রার্থীদের উপর পুলিশ অত্যাচার করে এবং আটক করে এর বিরুদ্ধে এবং টেট উত্তীন চাকরী প্রার্থীদের সমর্থনে এই বিক্ষোভ মিছিল ও জাতীয় সড়ক অবরোধ। তিনি আরো বলেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদত্যাগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবী করেন। কোনোরকমে অপ্রিতিকর ঘটনা এড়াতে বক্সিরহাট থানা পুলিশের তরফ থেকে রুট মার্চ করা হয়।
আরও পড়ুন – থিম ও সাবেকিয়ানার মেল বন্ধনে নজর কাড়বে ডুয়ার্সের নেতাজী সংঘ
উল্লেখ্য, শনিবার বিকাল ৪ টা থেকে তুফানগঞ্জ2 নং ব্লকের ভানুকুমারী 2 নং অঞ্চলের জোড়াইমোড়ে ভারতীয় জনতা পার্টির কার্য্যালয়ের সামনে থেকে 32 নং মন্ডলের তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয় এই মিছিল বালাকুঠি হাইস্কুলের সামনে থেকে ঘুরে এসে জাতীয় সড়কে উপর বসে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা পরে বক্সিরহাট থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়।
32 নং মন্ডল সভাপতি প্রভাত বর্মন বলেন যে তারা গত পরশু রাতে কলকাতায় টেট উর্ত্তীন চাকরির প্রার্থীদের উপর পুলিশ অত্যাচার করে এবং আটক করে এর বিরুদ্ধে এবং টেট উত্তীন চাকরী প্রার্থীদের সমর্থনে এই বিক্ষোভ মিছিল ও জাতীয় সড়ক অবরোধ। তিনি আরো বলেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদত্যাগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবী করেন। কোনোরকমে অপ্রিতিকর ঘটনা এড়াতে বক্সিরহাট থানা পুলিশের তরফ থেকে রুট মার্চ করা হয়।